• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনন্য কীর্তি গড়লেন পাকিস্তানের শোয়েব মালিক

  ক্রীড়া ডেস্ক

১১ অক্টোবর ২০২০, ১৬:২৯
শোয়েব মালিক
শোয়েব মালিক (ছবি : সংগৃহীত)

পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক নতুন এক রেকর্ড গড়েছেন। প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ১০ হাজার রান পূরণ করলেন ৩৮ বছর বয়সী এ ক্রিকেটার।

রবিবার (১১ অক্টোবর) পাকিস্তানের ঘরোয়া টি-টুয়েন্টি লিগ ন্যাশনাল টি-টুয়েন্টি কাপে খাইবার পাখতুনখোয়ার হয়ে ৭৪ রান করেন মালিক। বেলুচিস্তানের বিপক্ষে মাত্র ৪৪ বলে ৮ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান এ অলরাউন্ডার। আর এই ইনিংস খেলার পথেই অনন্য এ কীর্তি গড়েন তিনি। মালিকের এই কীর্তি নিয়ে টুইট করেছে ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

৩৯৫ তম ম্যাচে ৩৬৮ ইনিংসে এই কীর্তি গড়েন মালিক। সব দেশ মিলে টি-টুয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় মালিকের অবস্থান তৃতীয়। ১৩,২৯৬ রান নিয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ১০,৩৭০ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গেইলের স্বদেশী কিয়েরন পোলার্ড। এরপরই মালিকের অবস্থান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড