• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রমাণের অভাবে শাস্তি থেকে বাঁচলেন নেইমার

  ক্রীড়া ডেস্ক

০১ অক্টোবর ২০২০, ১৬:৪৩
নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র (ছবি : সংগৃহীত)

সুখবর পেলেন পিএসজির ফরাসী তারকা নেইমার জুনিয়র। শাস্তি পেতে হচ্ছে না তাকে। এ তারকার বিরুদ্ধে উঠা বর্ণবাদী অভিযোগ প্রমাণের অভাবে খারিজ করে দিয়েছে ফ্রান্সের লিগ ডি ফুটবল প্রফেশনাল (এলএফপি)।

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে মাঠে ফিরেই লাল কার্ড দেখেন নেইমার। মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে মারামারি ও গালাগাল করে লাল কার্ড দেখার পাশাপাশি তিন ম্যাচ নিষিদ্ধও হন এ ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপর তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছিল। অবশ্য তিনি নিজেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে পাল্টা অভিযোগ তোলেন। এই নিয়ে তদন্ত চলছিল। তবে প্রমাণের অভাবে নেইমারের বিরুদ্ধে আনীত বর্ণবাদের অভিযোগ খারিজ হয়ে গেছে।

ফ্রান্সের লিগ ডি ফুটবল প্রফেশনাল (এলএফপি) নেইমারের বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগের পর্যাপ্ত প্রমাণ খুঁজে পায়নি। এর পাশাপাশি নেইমার যার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন, সেই আলভারো গঞ্জালেসের বিরুদ্ধেও প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকেও শাস্তি পেতে হচ্ছে না। কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, 'বৈষম্যমূলক আচরণের যে অভিযোগ উঠেছে তার পক্ষে পর্যাপ্ত প্রমাণ খুঁজে পায়নি শৃঙ্খলা কমিশন। এ কারণে শাস্তি দেওয়ার যুক্তি খুঁজে পায়নি কমিশন।'

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর পিএসজি-মার্সেই ম্যাচে বারবার সংঘর্ষে জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা। মোট ৫ জন লাল কার্ড দেখেছেন। নেইমার তাদের অন্যতম। মার্সেইয়ের স্প্যানিশ ডিফেন্ডার আলভারো গঞ্জালেস তাকে 'বানর' বলেছিলেন বলে অভিযোগ করেছিলেন নেইমার। এতে রেগে গিয়ে তিনি আলভারোর মাথায় চাটি মেরে লাল কার্ড দেখেন। অন্যদিকে নেইমারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মার্সেইয়ের এক খেলোয়াড়কে বলেছেন 'চীনা বিষ্ঠা'। দোষী প্রমাণিত হলে তারা ১০ ম্যাচের বেশি নিষিদ্ধ হতে পারতেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড