• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আরেক ভিনিসিয়াসে নজর মরিনহোর

  ক্রীড়া ডেস্ক

০১ অক্টোবর ২০২০, ১৫:৩০
কার্লোস ভিনিসিয়াস
কার্লোস ভিনিসিয়াস (ছবি : সংগৃহীত)

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র। এবার আরেক ভিনিসিয়াসে নজর পড়েছে টটেনহ্যাম কোচ হোসে মরিনহোর। তিনিও অবশ্য ব্রাজিলিয়ান। তবে এ ফরোয়ার্ড খেলেন পর্তুগিজ ক্লাব বেনফিকাতে।

তার পুরো নাম কার্লোস ভিনিসিয়াস। রিয়ালের ভিনি খেলেন উইঙ্গে। অন্যদিকে কার্লোস খেলেন স্ট্রাইকার হিসেবে। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারে চোখ পড়েছে মরিনহোর।

গত মৌসুমে বেনফিকায় আসা কার্লোস ভিনিসিয়াসের সময়টা ভালোই কেটেছে। ৩২ লিগ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৮টি। সব মিলিয়ে বেনফিকায় ৪৯ ম্যাচে তার গোল ২৪টি। এর আগে মোনাকোতে খেললেও তেমন সুবিধা করতে পারেননি তরুণ এই স্ট্রাইকার। তবে এখন আছেন ভালো ফর্মে।

টটেনহ্যাম তাকে ধারে দলে নেওয়ার খুব কাছে রয়েছে বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম ফুটবল লন্ডন। তবে চুক্তিতে থাকছে টটেনহ্যাম ধারের মেয়াদ শেষে স্থায়ী চুক্তি করতে পারবে তার সঙ্গে। ফার্নান্দো লরেন্তো ক্লাব ছাড়ায় তার জায়গায় নতুন কাউকে খুঁজছিলো স্পার্সরা। ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের বিকল্প হিসেবে টটেনহ্যাম দলে ভেড়াচ্ছে কার্লোস ভিনিসিয়াসকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড