• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে কোন কোচ কত বেতন পাবেন

  ক্রীড়া ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫১
আইপিএল
বাঁ থেকে সায়মন ক্যাটিচ, রিকি পন্টিং, মাহেলা জয়ার্ধনে, ম্যাককালাম, স্টিফেন ফ্লেমিং ওয়নিল কুম্বলে (ছবি : সংগৃহীত)

মহামারী করোনার তিন মাস পিছিয়ে শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। তবে ভারতের পরিবর্তে নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। দর্শকশূন্য স্টেডিয়ামে ইতোমধ্যে জমে উঠেছে তারকা ক্রিকেটারদের ব্যাট-বলের লড়াই।

টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে আটটি দল। ব্যাট-বলের এ লড়াইয়ে মাঠের ক্রিকেটারদের পাশাপাশি প্রতিটি দলের কোচেরও বড় ভূমিকা থাকে। দল গঠন, একাদশ তৈরি, গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কোন খেলোয়াড়কে কখন ব্যাটিংয়ে নামাতে হবে সবকিছুতেই কোচের ভূমিকা থাকে। আইপিএলে কোচদের বেতন আকাশছোঁয়া। তাহলে জেনে নেয়া যাক এবারের আইপিএলে কোন দলের কোচের বেতন কত?

চেন্নাই সুপার কিংস: এই দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। ফ্লেমিংয়ের বেতন প্রায় তিন কোটি ৯০ লাখ টাকা।

কলকাতা নাইট রাইডার্স: দলটির কোচিংয়ের দায়িত্বে আছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম। ম্যাককলামের বেতনও ফ্লেমিংয়ের মতোই প্রায় তিন কোটি ৯০ লাখ টাকা।

মুম্বাই ইন্ডিয়ানস: দলটির হেড কোচের দায়িত্বে রয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাব্কে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তাঁর বেতন প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা।

সানরাইজের্স হায়দরাবাদ: দলটির কোচিংয়ের দায়িত্বে এবার ট্রেভর বেলিস। তিনিও পান জয়াবর্ধনের মতোই প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা।

দিল্লি ক্যাপিটালস: দলটির হেড কোচ রিকি পন্টিংয়ের বেতন প্রায় তিন কোটি ৯০ লাখ টাকা।

রাজস্থান র‌য়্যালস: অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবার রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্বে। তাঁর বেতনও প্রায় তিন কোটি ৯০ লাখ টাকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলিদের কোচ সাইমন ক্যাটিচ। রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড কোচের বেতন প্রায় চার কোটি ৬০ লাখ টাকা।

কিংস ইলেভেন পাঞ্জাব: আইপিএলের একমাত্র ভারতীয় কোচ অনিল কুম্বলে। কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচের বেতন প্রায় চার কোটি ৬০ লাখ টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড