• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে ক্রিকেট ফেরাতে মরিয়া গাঙ্গুলি

  ক্রীড়া ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৫
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি (ছবি : সংগৃহীত)

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট। তবে ধীরে ধীরে আবারও স্বরূপে ফিরতে শুরু করেছে জনপ্রিয় এ খেলাটি। ইতোমধ্যেই ইংল্যান্ড আয়োজন করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ। এছাড়া মাঠে গড়িয়েছে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

আইপিএল মাঠে গড়ালেও করোনার কারণে ভারতের পরিবর্তে খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তবে আইপিএল আরব আমিরাতে আয়োজন করলেও শীঘ্রই ভারতের ক্রিকেট ফেরানোর চেষ্টা চালাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সে লক্ষ্যে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার আসন্ন সিরিজটি ভারতে আয়োজনের চিন্তা করছে বিসিসিআই।

আগামী জানুয়ারি-মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজটি আরব আমিরাতে আয়োজনের কথা চলছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। তবে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, সিরিজটি ভারতে আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমরা ঘরের মাঠে সিরিজ আয়োজনকে প্রাধান্য দেবো। ভারতের মাটিতে সিরিজটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। আমিরাতের মতো সুযোগ সুবিধা আমাদেরও আছে। আমাদের মুম্বাই, ওয়াংখেড়ে, কলকাতার মতো স্টেডিয়াম আছে। আমাদের শুধু একটা বায়ো সিকিউর বাবল তৈরি করতে হবে।’

সৌরভের মতে, ‘দেশের খেলা যেখানে হয় সেখানকার মানুষ আলাদা টান অনুভব করে। তবে আমরা এখনও দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। গত ছয় মাস কঠিন সময় গেছে। কোনকিছুই পূর্ব পরিকল্পনা অনুযায়ী হয়নি। আমরা চাই আমাদের ক্রিকেট আমাদের মাঠে গড়াক। জীবন স্বাভাবিক হোক। তবে সেটা করোনার দিকে বিশেষ মনোযোগ দিয়ে তবেই করতে হবে।’

করোনা না থাকলে এতোদিন ভারতের ঘরোয়া মৌসুম শুরু হয়ে যেত। দেশটিতে বয়স ভিত্তিক, প্রদেশ ভিত্তিক নারী-পুরুষের সকল ম্যাচ মিলিয়ে মৌসুমে ২০৩৬টি ম্যাচ মাঠে গড়ায়। কিন্তু করোনার কারণে এতোগুলো দল ও ম্যাচের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা অসম্ভব। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে ঘরোয়া ক্রিকেট ফেরানো হবে বলেও উল্লেখ করেছেন গাঙ্গুলি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড