• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেড় হাজার কোটি টাকার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিল বার্সেলোনা

  ক্রীড়া ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৯
আনসু ফাতি
মেসি ও কৌতিনহোর সঙ্গে আনসু ফাতি (ছবি : সংগৃহীত)

বার্সার তরুণ সেনশেসন আনসু ফাতি। এরইমধ্যে বার্সার জার্সিতে দুর্দান্ত খেলে নিজেকে প্রমাণ করেছেন এ ফুটবলার। লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেও বার্সার জার্সিতে দুই গোল করেছেন এ ফুটবলার। ১৭ বছরের এ বিস্ময় বালককে ইতোমধ্যেই বার্সার ভবিষ্যৎ ভাবা শুরু হয়ে গেছে।

মেসির উত্তরসূরি ভাবা ফাতিকে কিনতে অবশ্য এরইমধ্যে নানা লোভনীয় প্রস্তাব দিচ্ছে বিভিন্ন ক্লাব। তবে বার্সা তাকে কোনোভাবেই ছাড়তে রাজি নয়। যে কারণে তারা আনসু ফাতিকে ঘোষণা করেছে, ‘আনসেলেবল’। এরই মধ্যে ফাতির রিলিজ ক্লজ তারা নির্ধারণ করে দিয়েছে ৪০০ মিলিয়ন ইউরো অর্থাৎ চার হাজার কোটি টাকা প্রায়।

আনসু ফাতির নতুন এজেন্ট হোর্হে মেন্ডেজ কিন্তু কয়েকদিন আগেই বার্সাকে সতর্ক করে দিয়ে বলেছে, তাকে কিনতে এরই মধ্যে প্রস্তাব আসতে শুরু করেছে বিভিন্ন ক্লাব থেকে। এরমধ্যে একটি ক্লাব আনসু ফাতির জন্য বিশাল অংকের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে বার্সার কাছে। ১২৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি এবং সঙ্গে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরও ২৫ মিলিয়ন ইউরো এড-অন দেওয়ার প্রস্তাব করেছে তারা।

যদিও কোন ক্লাবটি এই প্রস্তাব দিয়েছে সেটার নাম প্রকাশ করেনি কোনো পক্ষ। কিন্তু বার্সা এই ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বার্সা আনসু ফাতির জন্য কেউ প্রস্তাব করুক এমনটা চায় না। এ কারণে বিবেচনাতেই আনেনি তারা এই প্রস্তাব।

এই বছরের শুরুতেই আনসু ফাতির জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ইউরোপের আরও একটি ক্লাব। হোর্হে মেন্ডেজই সেই প্রস্তাব নিয়ে এসেছিলেন। যদিও মেন্ডেজ তখন ফাতির এজেন্ট ছিল না। কিন্তু বার্সা সে সময় সরাসরি ‘না’ করে দিয়েছিল সেই প্রস্তাবে।

দুই ক্ষেত্রেই ফাতিকে কিনতে চাওয়া ক্লাবের নাম অপ্রকাশিত। যদিও ইংলিশ মিডিয়া দাবি করছে, প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড অনেক বেশি আগ্রহী আনসু ফাতিকে পাওয়ার জন্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড