• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ জেসুস

  ক্রীড়া ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৫
গ্যাব্রিয়াল জেসুস
গ্যাব্রিয়াল জেসুস (ছবি : সংগৃহীত)

নতুন মৌসুমের শুরুতেই চরম দুঃসংবাদ পেলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার গ্যাব্রিয়াল জেসুস। ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানসিটির এ তারকা।

কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকারকে। জেসুসের ইনজুরির তথ্যটি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

ইনজুরির কারনে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুটি ম্যাচ মিস করবেন জেসুসু। বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটিতে মাঠে নামা হবে না তার। গত সোমবার উলভসের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে চোট পাওয়ায় ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ পড়তে হচ্ছে জেসুসকে।

উলভসের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন জেসুস। এছাড়া ম্যাচে গোলও করেছেন তিনি। এরপরই ধরা পড়ে জেসুসের চোট। ব্রাজিলের স্কোয়াডে জেসুসের বদলে ডাক পেয়েছেন ম্যাথিউস কুনহা।

বলিভিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৯ অক্টোবর। এরপর পেরুর বিপক্ষে মাঠে নামবে ১৩ অক্টোবর।

অন্যদিকে দলের দুই তারকার ইনজুরিতে দিশেহারা ম্যানসিটি। হাঁটুর ইনজুরি নিয়ে সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানসিটি’র তারকা ফরওয়ার্ড সার্জিও আগুয়েরো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড