• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিদানের জয়ের সেঞ্চুরি

  ক্রীড়া ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৩
জিনেদিন জিদান
জিনেদিন জিদান (ছবি : সংগৃহীত)

পয়েন্ট হারিয়ে লা লিগায় নিজেদের নতুন মৌসুম শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফলে রিয়ালের কোচ হিসেবে ৯৯ জয় পাওয়া জিদানের জয়ের সেঞ্চুরি পাওয়ার অপেক্ষাও বেড়ে যায়। অবশেষে মৌসুমের দ্বিতীয় ম্যাচেই লা লিগায় কোচ হিসেবে নিজের শততম জয় তুলে নিয়েছেন জিদান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়ে লা লিগায় এবারের মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। লিগে এবারের প্রথম ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল লস ব্লাঙ্কসরা।

আর এ জয়ের মাধ্যমে রিয়ালের হয়ে দ্বিতীয় কোচ হিসেবে লা লিগায় শততম জয়ের দেখা পেলেন জিনেদিন জিদান। ২০১৬ সালে রিয়ালের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন জিদান। আর সে মৌসুমেই পান প্রথম জয়ের দেখা।

বেটিসের মাঠে ম্যাচের ১৪ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। ৩৫ মিনিটে এইসা মান্দি ও ৩৭ মিনিটে উইলিয়াম কার্ভালহো গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৪৮ মিনিটে বেটিসের এমারসন নিজেদের জালেই গোল জড়িয়ে দিলে সমতা ফেরে। ৬৭ মিনিটে এমারসন লাল কার্ডে মাঠ ছাড়লে একজন কম হয়ে যায় বেটিসের।

পরে ৮২ মিনিটে পেনাল্টিতে রিয়ালের জয়সূচক গোলটি আনেন অধিনায়ক সার্জিও রামোস। দেখা মেলে জিদানের শততম জয়ের।

এ ফরাসি কোচ শততম জয়ের মাইলফলক ছোঁয়ার পথে দুইবার লা লিগার শিরোপা জিতেছেন। ২০১৬/১৭ মৌসুমে প্রথমবার লিগ টাইটেল জয়ের স্বাদ পান জিদান। এরপর দ্বিতীয়বার জেতেন গত মৌসুমে। ২০১৬ সালের ৯ জানুয়ারি দেপোর্তিভোতে ৫-০ গোলে উড়িয়ে এসেছিল জিদানের দলের প্রথম লা লিগা জয়টি।

রিয়ালের হয়ে লা লিগায় জিদানের জয়ের শতক ছুঁতে লেগেছে ১৪৭ ম্যাচ। মাদ্রিদের ইতিহাসে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ লিগ ম্যাচ জয়ী কোচও জিদান। জয়ের তালিকায় শীর্ষে রয়েছেন মিগুয়েল মুনোজ। তিনি জিতেছেন ২৫৭ ম্যাচ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড