• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বায়ার্নের আরও একটি ট্রফি জয়

  ক্রীড়া ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৮
বায়ার্ন মিউনি
শিরো[পা উৎসবে মেতেছে বায়ার্ন মিউনিখ (ছবি : সংগৃহীত)

সদ্য সমাপ্ত মৌসুমে দুর্দান্ত খেলেছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসিগা জয়ের পাশাপাশি ট্রেবল জয়ের কৃতিত্বও অর্জন করেছে ক্লাবটি। নতুন মৌসুমও তারা শুরু করল ট্রফি জয়ের মাধ্যমে।

বৃহস্পতিবার রাতে উয়েফা সুপার কাপের ট্রফি জিতে নিয়েছে শক্তিশালি বায়ার্ন। হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস অ্যারেনায় স্প্যানিশ ক্লাব সেভিয়াকে হারিয়ে এ ট্রফি নিজেদের করে নিয়েছে জার্মান পরাশক্তিরা।

উত্তেজনা ছড়ানো ম্যাচে সমতা নিয়েই শেষ হয়েছিল নির্ধারিত সময়। এরপর অতিরিক্ত সময়ে চমক দেখান হাভি মার্তিনেস। তার গোলেই সেভিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে উয়েফা সুপার কাপ নিজেদের করে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় সেভিয়াই। বায়ার্নের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন লুকাস ওকাম্পোস। এরপর বায়ার্নকে ম্যাচে ফেরান লেয়ন গোরেটস্কা। অতিরিক্ত সময়ে জয়সূচক গোল মার্তিনেসের। তার পথ ধরে সুপার কাপের ইতিহাসে জার্মান ক্লাবটি তুলে নিয়েছে তাদের দ্বিতীয় শিরোপা।

২০০৬ সালে প্রথমবার সুপার কাপে অংশ নিয়ে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন।

করোনা ভাইরাসের মধ্যেও এই ম্যাচে ২০ হাজার দর্শককে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ দিয়েছে উয়েফা।

দুর্দান্ত ফর্মে আছে বায়ার্ন। সবশেষ টানা ২৩ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। ইউরোপ চ্যাম্পিয়নরা টানা ৩২ ম্যাচ অপরাজিত।

প্রতি বছর নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মধ্যে হয়ে থাকে এই লড়াই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড