• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবসর নিচ্ছেন পাকিস্তানের তারকা পেসার গুল

  ক্রীড়া ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৯
উমর গুল
উমর গুল (ছবি : সংগৃহীত)

সর্বশেষ পাকিস্তানের জার্সিতে উমর গুল মাঠে নেমেছেন ২০১৬ সালে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও নিয়মিত ঘরোয়া লিগ খেলেছেন এ তারকা পেসার। এবার সব ধরণের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

৩৬ বছর বয়সী এই পেসার জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ন্যাশনাল টি-টুয়েন্টি কাপ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

উমর গুল ২০১৩ সালের পর থেকে পাকিস্তানের জার্সিতে আর টেস্ট খেলেননি। অন্যদিকে আন্তর্জাতিক ওয়ানডে আর টি-টুয়েন্টিও খেলেন না ২০১৬ সালের পর থেকে।

ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেও গুল মনোযোগ দিতে চান কোচিং ক্যারিয়ারে। বর্তমানে তিনি বেলুচিস্তান ক্রিকেটের প্রথম একাদশের খেলোয়াড় হলেও দায়িত্ব পালন করছেন দলটির মেন্টর হিসেবেও।

এছাড়া উমর গুল পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও অংশ। তবে এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। আর এই সমালোচনার কারণ, উমর গুল এখনও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন বলেই।

উমর গুল পাকিস্তানের জার্সিতে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে এবং ৮৫ টি টি-টুয়েন্টিতে মাঠে নেমেছেন। টেস্টে ১৬৩, ওয়ানডেতে ১৭৯ ও টি-টুয়েন্টিতে ৮৫টি উইকেট শিকার করেছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড