• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিতের ২০০ ছক্কার মাইলফলক

  ক্রীড়া ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৩
রোহিত শর্মা
রোহিত শর্মা (ছবি : সংগৃহীত)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০ ছক্কা হাঁকানোর এলিট গ্রুপের সদস্য হলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ছক্কার ঝড় তুলে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতার বিপক্ষে মাত্র ৫৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রোহিত। এ ইনিংস খেলতে তিনি হাঁকিয়েছেন ৬টি ছক্কা। এই ৬টি ছক্কা হাকিয়ে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আবু ধাবিতে কলকাতার বিপক্ষে টুর্নামেন্টের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। এই ক্যারিবীয় ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৩২৬টি ছক্কা। প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স মেরেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২১৪টি ছক্কা। এছাড়া মহেন্দ্র সিং ধোনি হাঁকিয়েছেন ২১২টি ছক্কা।

তবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টুয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান রোহিতই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড