• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেস্ট খেলার স্বপ্ন দেখছেন সাইফ

  ক্রীড়া প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪
মোহাম্মদ সাইফউদ্দিন
মোহাম্মদ সাইফউদ্দিন (ছবি : সংগৃহীত)

ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ইতোমধেই এ দুই ফরম্যাটে একাদশে জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। তবে এখনো টেস্টের জার্সিতে মাঠে নামেননি তিনি। সাইফ স্বপ্ন দেখছে, শ্রীলঙ্কা সফরেই টেস্টের সাদা পোষাকে অভিষেক হবে তারা।

শ্রীলঙ্কা সফরের জন্য ২৭ জন ক্রিকেটারকে অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে। আর এ ২৭ জনের মধ্যে রয়েছেন সাইফও। আর এতেই ভীষণ রোমাঞ্চিত মোহাম্মদ সাইফ। তার মনে হচ্ছে তিনি যেন টেস্ট দলেই আছেন। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেকে ঝালাই করে ঝাঁপিয়ে পড়তে চান লাল বলের ক্রিকেটে।

শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা অবশ্য এখনও কাটেনি। তবে সফর সামনে রেখে গত কিছুদিন ধরে মিরপুরে জৈব সুরক্ষা বলয়ে অনুশীলন করছেন ক্রিকেটাররা। দু-একজনের উপসর্গ দেখা দেওয়ায় সতর্কতার অংশ হিসেবে যে ১০ ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছিল, তাদের একজন ছিলেন সাইফ। এর মধ্যে আট জনের সঙ্গে বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনিও ফিরেছেন অনুশীলনে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নিজের উচ্ছ্বাসের কথা।

সাইফ বলেন, 'আলহামদুলিল্লাহ, ৬-৭ মাস পর দলের সঙ্গে মিরপুর মাঠে, খুবই আনন্দিত আমি। প্রথমবারের মতো সেন্টার উইকেটে বল করতে পেরে উচ্ছ্বসিত। যেহেতু আমি প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে (স্কিল ক্যাম্পে) ডাক পেয়েছি। খুবই আনন্দিত আমি, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার এবং যতটুকু পারি শেখার।'

টেস্ট খেলার স্বপ্ন নিয়ে সাইফ বলেন, 'প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলা, আমিও ব্যতিক্রম নই। চেষ্টা থাকবে সুযোগ পেলে ভালো কিছু করা।'

সাইফকে ভোগাচ্ছে তার পিঠের চোট। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে খেলার আগে এটা নিয়ে বাড়তি সতর্কতা কাজ করছে তার মাঝে। চোট নিয়ে সাইফ বলেন, 'আমার এখন সবচেয়ে বড় লক্ষ্য নিজেকে ফিট করা, স্কিলের উন্নতি করা। প্রায় ৬-৭ মাস আমি বোলিং, ব্যাটিং সেভাবে করতে পারিনি, আন্তর্জাতিক মানের ক্রিকেটে যেভাবে আধিপত্য করতে হয় সে অনুযায়ী। তারপরও যে সময়টা আছে, যদি শ্রীলঙ্কায় যাই সেখানে যে সময়টা পাব নিজেকে মেলে ধরার চেষ্টা করব।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড