• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আক্রান্ত রিয়ালের ওডেগার্ড

  ক্রীড়া ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:২১
মার্টিন ওডেগার্ড
মার্টিন ওডেগার্ড (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের তরুণ তারকা মার্টিন ওডেগার্ড। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) করোনা টেস্টে পজিটিভ হয়েছেন নরওয়ের এ তরুণ মিডফিল্ডার।

ওডেগার্ডের করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে স্প্যানিশ চ্যানেল ওন্ডা মাদ্রিদ। চ্যানেলটি জানায়, মঙ্গলবার করোনা টেস্টে পজিটিভ হন ওডেগার্ড। তার দেহে করোনা শনাক্তের পরপরই সতর্কতা অবলম্বন করেছে রিয়াল। হাতে টেস্ট রিপোর্ট আসার আগে পুরো দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন এ তারকা। আর তাই আবারও রিয়ালের ফুটবলারদের নতুন করে করোনা টেস্ট করানো হচ্ছে।

রিয়ালের দ্বিতীয় ফুটবলার হিসেবে করোনা পরীক্ষায় পজেটিভ হলেন ওডেগার্ড। এর গত জুলাইয়ে করোনা ধরা পড়ে লস ব্লাঙ্কোসদের মূল দলের মারিয়ানোর দেহে। টেস্টে পজিটিভ হওয়ার পর এখন আইসোলেশনে আছেন ওডেগার্ড।

গত মৌসুমে ধারে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলেছিলেন ওডেগার্ড। এক মৌসুম পরেই ফিরে এসেছেন রিয়াল মাদ্রিদে। মৌসুমের প্রথম ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে খেললেও দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত মার্টিন ওডেগার্ড।

নতুন মৌসুমের প্রথম ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে রিয়াল। তাদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ রিয়াল বেটিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড