• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের জার্সিতে আর মাঠে নামবেন না রাকিতিচ

  ক্রীড়া ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:২১
ইভান রাকিতিচ
ইভান রাকিতিচ (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ। সর্বশেষ বিশ্বকাপে ফাইনাল খেলা এ ফুটবলার দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন রাকিতিচের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ হয় ক্রোয়েশিয়া। ৩২ বছর বয়সী সাবেক বার্সেলোনা তারকা সেই দলের অন্যতম খেলোয়াড় ছিলেন।

৬ বছর বার্সেলোনায় কাটিয়ে চলতি মৌসুমে সেভিয়ায় যোগ দিয়েছেন মেসির এ সদ্য সাবেক ক্লাব সতীর্থ। জাতীয় দলের হয়ে ১০৬ ম্যাচ খেলেছেন। ১৫টি গোল করার কৃতিত্বও রয়েছে এই মিডফিল্ডারের।

ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ, কোচ জ্লাতকো দালিচ ও অ্যাসোসিয়েশনের সভাপতি দাভর সুকেরের সঙ্গে পরামর্শ করে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রাকিতিচ।

বিদায় বেলায় এই তারকা বলেছেন, ক্রোয়েশিয়া জাতীয় দলকে বিদায় বলে দেয়া আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তবে আমার মনে হয়েছে, বিদায় বলার এটাই সঠিক সময়। মাতৃভূমির হয়ে খেলা প্রতিটা ম্যাচ আমি উপভোগ করেছি এবং বিশ্বকাপের চিরস্মরণীয় মুহূর্তগুলো আমার প্রিয় মুহূর্তগুলোর অংশ হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড