• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যর্থ কোহলি, ঝড় তুললেন ডি ভিলিয়ার্স

  ক্রীড়া ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৬
ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স (ছবি: সংগৃহীত)

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজেস হায়দরাবাদের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রানের লড়াকু স্কোর গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ দিন ব্যাট হাতে ঝড় তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। মাত্র ৩০ বলে তিনি করেছেন ৫১ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় ব্যাঙ্গালুরু। ওপেনিং জুটিতে ১১ ওভারে ৯০ রান সংগ্রহ করে তারা। আইপিলের অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি তুলে নেন ব্যাঙ্গালুরুর ২০ বছর বয়সী তরুণ ওপেনার দেবদ্যুত পারিক্কাল। ৪২ বলে ৫৬ রান করে আউট হন তিনি।

পারিক্কাল আউট হওয়ার পরের বলেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার অজি অধিনায়ক ফিঞ্চ। ২৭ বলে তিনি করেন ২৯ রান।

এদিন ব্যাট হাতে ব্যর্থ হন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি।

কোহলির বিদায়ের পরই ব্যাট হাতে ঝড় তোলেন ডি ভিলিয়ার্স। তার ৩০ বলের ৫১ রানের ইনিংসে তিনি হাঁকান ৪টি চার ও দুটি বিশাল ছক্কা। শেষ ওভারের তৃতীয় বলে রান আউটের শিকার হন ডি ভিলিয়ার্স।

ভিলিয়ার্সে ফিফটির উপর ভর করেই ১৬০ পার করে ব্যাঙ্গালুরু। ইনিংসের শেষ বলে শিভম দুবে আউট হলে ব্যাঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৩ রান।

হায়দরাবাদের পক্ষে নটরাজন, বিজয় শঙ্কর ও অভিষেক শর্মা একটি করে উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড