• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন মাইলফলক গড়লেন বাবর আজম

  ক্রীড়া ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৯
বাবর আজম
বাবর আজম (ছবি: সংগৃহীত)

টি-টুয়েন্টির অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। দীর্ঘদিন টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও ছিলেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাবর নিজেকে নতুন করে চেনাচ্ছেন প্রতিনিয়ত। ব্যাট হাতে মাঠে নামলেই রানের ফোয়ারা ছোটানোয় পারদর্শী গড়লেন নতুন আরও এক মাইলফলক। টি-টুয়েন্টি ৫ হাজার রান করা ব্যাটসম্যানের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ শেষ করে বাবর আজম ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি লিগ টি-টুয়েন্টি ব্লাস্ট খেলতে রয়ে গেছেন সেখানে। সমারসেটের জার্সিতে লিগ মাতাচ্ছেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন ৫টি ম্যাচ। এর মধ্যে সর্বশেষ ম্যাচে গ্ল্যামারগানের বিপক্ষে ৬২ বলে খেলেছেন ১১৪* রানের দুর্দান্ত এক ইনিংস। তাতেই জায়গা করে নিয়েছেন টি-টুয়েন্টিতে দ্রুততম ৫ হাজার রান করা ব্যটসম্যানদের তালিকায়। ১৫০ (১৪৫ ইনিংস) টি ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচে ৪২.৯৪ গড়ে করেছেন ৫ হাজার ১১০ রান। বাবর পাকিস্তানের হয়ে খেলেছেন ৪১ টি ম্যাচ। ৪৯.৯৩ গড়ে করেছেন ১ হাজার ৫৪৮ রান। বাবর রয়েছেন এই তালিকার ৩ নম্বরে। এক নম্বরে আছেন ইউনিভার্স বস খ্যাত ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। গেইল ১৩২ ইনিংসে পূর্ণ করেছিলেন ৫ হাজার রান, শন মার্শের লেগেছিল ১৪৪ ইনিংস। চার নম্বরে থাকা অ্যারন ফিঞ্চ ১৫৯ ও মাইকেল ক্লিংগারের লেগেছিল ১৬২ ইনিংস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড