• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে নেই উদ্বোধনী অনুষ্ঠান, নাচবেন না চিয়ারলিডাররা

  ক্রীড়া ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৫
আইপিএল
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে বেশ কয়েক মাস পিছিয়ে শুরু হচ্ছে জনপ্রিয় টি-টুয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে করোনা পরিস্থিতির মধ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন।

আইপিএলের ইতিহাসে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া শুরু হবে টুর্নামেন্টটি। এছাড়াথাকছে না কোনো চিয়ারলিডার। গ্যালারিতে দেখা যাবে না কোনও দর্শককেও। মহামারীর কারণে মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলসহ বেশ কয়েকটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এবারের আইপিএল একেবারে জৌলুসহীন। তবে ২২ গজে ব্যাট-বলের লড়াই শুরু হলেই উন্মাদনা ফিরে আসবে বলে আশাবাদী আইপিএল কর্তৃপক্ষ।

শনিবার আইপিএলের উদ্বোধন। প্রথম ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আছেন সংযুক্ত আরব আমিরাতে। হয়তো টসের আগে তারাই ঘোষণা করে দেবেন, উদ্বোধন হয়ে গেল।

কোনও অনুষ্ঠান তো হবেই না, এমনকি আট দলের অধিনায়কদের রাখার কথা হচ্ছিল। সেটাও শেষ পর্যন্ত হবে কি না, নিশ্চয়তা নেই। সৌরভেরা মনে করছেন, কোনও কিছুরই দরকার নেই।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অতীতে শাহরুখ খান, সালমান খান থেকে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফসহ অনেকেই মঞ্চ মাতিয়ে গিয়েছেন। এবারে সেই সম্ভাবনা নেই। তবে টিম মালিক হিসেবে শাহরুখ খান বা প্রীতি জিন্তা উপস্থিত থাকেন কিনা, সেটা অবশ্য দেখার বিষয়। কোভিড-১৯ পরিস্থিতিতে মাঠের মধ্যে খুবই কম সংখ্যক ব্যক্তিদের রাখা হচ্ছে।

আবুধাবি, দুবাই ও শারজায় ক্লোজড ডোর ম্যাচ খেলতে হবে বিরাট-রোহিত-ধোনিদের। তবে টুর্নামেন্টের পরেরদিকে ৩০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি মিলতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড