• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হলেন নেইমারসহ পাঁচ ফুটবলার

  ক্রীড়া ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩১
পিএসজি
ম্যাচের মুহূর্ত (ছবি: সংগৃহীত)

মার্শেইয়ের বিপক্ষে বিতর্কিত কাণ্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে লাল কার্ডেই শাস্তি শেষ হয়নি তার। দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। সাত ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকি থাকলেও অল্পতেই পার পেয়ে গেলেন নেইমার। রবিবার মার্শেইয়ের ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের মাথায় চড় মারার অপরাধে মাঠেই লাল কার্ড দেখেছিলেন, সব মিলিয়ে দুই ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পিএসজি-মার্শেই ম্যাচে দুই দলের মোট পাঁচজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। ফ্রেঞ্চ ফেডারেশন গভর্নিং বডি (এলএফপি) বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে তাদের সবাইকেই। বিতর্কিত কাণ্ডের সূত্রপাত ঘটান দুই আর্জেন্টাইন পিএসজির লিয়েন্দ্রো পারাদেস ও মার্শেইয়ের দারিও বেনেদিত্তো। এ দুজনেই ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এছাড়া পিএসজির হয়ে সরাসরি লাল কার্ড দেখেন নেইমার ও লেভিন কুরজাওয়া। অন্যদিকে মার্শেইয়ের জর্ডান আমাভি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শাস্তি হিসেবে নেইমার ছাড়াও দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির পারাদেস। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মার্শেইয়ের বেনেদিত্তো। সবচেয়ে বড় নিষেধাজ্ঞা পেয়েছেন পিএসজিত কুরজাওয়া। তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, আমাভিকে লাথি মেরেছিলেন তিনি। এছাড়া তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আমাভি। মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ এনেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার দাবি, আলভারো তাকে ‘বানর’ বলেছেন। একই খেলোয়াড়কে থুথু ছিটিয়েছিলেন পিএসজির আরেক খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া। আগামী বুধবার তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এলএফপি। লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হতেন নেইমার, বুধবার মেনজের বিপক্ষে খেলতে পারেননি তিনি। আরেক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ২৭ সেপ্টেম্বর মাঠে ফিরবেন এ তারকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড