• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৬২ জনকে চাকরিচ্যুত করছে ইসিবি

  ক্রীড়া ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৮
ইসিবি
ইসিবি (ছবি: সংগৃহীত)

মহামারী করোনা ভাইরাসের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর এ ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে ৬২ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে তিনি জানান, এ বছর ১০ কোটি পাউন্ডের বেশি লোকসান হচ্ছে তাদের। আগামী বছর যা বেড়ে দাঁড়াতে পারে ২০ কোটি পাউন্ডে।

খরচ কমানোর অংশ হিসেবে ওয়ার্কফোর্স বাজেটের ২০ শতাংশ কমানোর প্রস্তাবও উঠেছে ইসিবিতে।

৩০ কোটি পাউন্ডের বেশি লোকসান হতে পারে বলে মহামারীর শুরুর দিকে শঙ্কা প্রকাশ করেছিলেন হ্যারিসন। তবে ‘জীবাণুমুক্ত পরিবেশ’ তৈরি করে ইংল্যান্ডের পুরুষ দলের সব আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারায় আর্থিক ক্ষতি কিছুটা কমেছে।

এছাড়া ইংল্যান্ডের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে যাচ্ছে পাঁচটি টি-টুয়েন্টি। ছেলে ও মেয়েদের ঘরোয়া প্রতিযোগিতাগুলোও শুরু করেছে তারা। যদিও ১০০ বলের টুর্নামেন্ট ‘দা হানড্রেড’ এর উদ্বোধনী আসর স্থগিত হয়ে গেছে ২০২১ সাল পর্যন্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড