• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে একসঙ্গে দুই ভূমিকায় ওয়ার্ন

  ক্রীড়া ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৩
শেন ওয়ার্ন
শেন ওয়ার্ন (ছবি: সংগৃহীত)

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একসঙ্গে দুই দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি মেন্টর হিসেবেও কাজ করবেন তিনি। এ দলের হয়েই একসময় আইপিএলে মাতিয়েছেন ওয়ার্ন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ৫১তম জন্মদিন পালন করেছেন শেন ওয়ার্ন। নিজের জন্মদিনেই এ সুখবর পেয়েছেন তিনি।

নতুন এ দায়িত্ব নিয়ে রাজস্থান রয়্যালসের বর্তমান কোচ এবং সাবেক ভিক্টোরিয়া সতীর্থ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে কাজ করবেন ওয়ার্ন। এর আগে এ লেগস্পিনারের নেতৃত্বেই ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল রাজস্থান। এক যুগ পর তরুণ খেলোয়াড়দের জন্য ওয়ার্নকে মেন্টর হিসেবে দায়িত্ব দিল রাজস্থান।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন ওয়ার্ন। তিনি বলেন, ‘রাজস্থান রয়্যালসে ফেরা সবসময়ই অসাধারণ এক অনুভূতি। আমার দ্বৈত দায়িত্বের ব্যাপারে বলবো, এটা আমার দল। এটাই আমার পরিবার। এই ফ্র্যাঞ্চাইজির সকল উপাদান আমি ভালোবাসি। এখানে কাজ করতেও ভালোবাসি। বিশ্বব্যাপী সমর্থকদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘এবারের আসরে আমি দলের মেন্টর হিসেবে কাজ করতে মুখিয়ে আছি। আমাদের কোচিং স্টাফে জুবিন ভারুচা এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের মতো দুর্দান্ত ব্যক্তিত্বরা রয়েছেন। আশা করছি আমরা দারুণ একটি মৌসুম কাটাবো ও সামনের দিনগুলোতে বড় সাফল্য অর্জন করব।’

ওয়ার্নকে দায়িত্ব দেওয়ার বিষয়ে রাজস্থানের চিফ অপারেটিং অফিসার জ্যাক লাশ ম্যাকক্রাম বলেন, ‘ওয়ার্ন সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। রাজস্থান রয়্যালসের জন্যও তিনি খুবই স্পেশাল একজন। ওয়ার্ন এমন একজন যিনি কি না আমাদের লক্ষ্য অর্জন আরো সহজ করতে পারবেন। তাকে দলে পেয়ে আমরা আনন্দিত।’

​​​​​​

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড