• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বার্সেলোনার সভাপতি নির্বাচনের তারিখ প্রকাশ

  ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৯
বার্সেলোনা
ছবি: সংগৃহীত

মেসি ইস্যুর পর নতুন করে আলোচনায় কাতালান ক্লাব বার্সেলোনা। ক্লাবটির সভাপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ তারিখ প্রকাশ করা হয়।

বার্সেলোনার বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ মেসি ইস্যুতে বিতর্কিত হয়েছেন। মেসি অভিযোগ করেছেন, কথা দিয়ে কথা রাখেননি বার্তোমেউ।—এর পরই বার্তোমেউর ভবিষ্যৎ নিয়ে তোড়জোড় শুরু হয় কাতালান শহরে। এবার এলো চূড়ান্ত ঘোষণা।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২০ ও ২১ মার্চ হবে বার্সেলোনার সভাপতি নির্বাচন।

বিবৃতিতে বলা হয়, পরিচালনা পর্ষদের গত ১ আগস্ট বৈঠকের চুক্তি অনুসারে ক্লাব সভাপতির নির্বাচনের জন্য ২০২১ সালের ২০ ও ২১ মার্চ নির্ধারণ করা হয়েছে।’

করোনা পরিস্থিতির মধ্যে ভোট দেওয়ার নীতিমালা নিয়েও বলা হয় বিবৃতিতে, ‘কোভিড -১৯ মহামারি থেকে উদ্ভূত এ পরিস্থিতি, প্রত্যেকের স্বাস্থ্যের সুরক্ষা এবং অংশগ্রহণকে মাথায় রেখে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এই নির্বাচন ছুটির দিনে; এ অঞ্চলের আশপাশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে পারে। সেইসঙ্গে ডাকযোগেও ভোট গ্রহণ করার অনুমতি দেওয়া হবে।’

এদিকে বৃহস্পতিবার জোয়ান ল্যাপার্টাও বার্সা সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ ছাড়া বার্তোমেউর উত্তরসূরি হতে লড়বেন লুইস ফার্নান্দেজ, আগুস্তে বেনিডিতো,ভেক্টর ফন্ট ও জর্ডি ফারি।

এর আগে বার্সা ছাড়ার সিদ্ধান্ত বদলানোর দিনে মেসি বলেন, ‘আমি ভেবেছিলাম এবং নিশ্চিত ছিলাম যে ইচ্ছে করলেই ক্লাব ছাড়তে পারব। বার্সা সভাপতি সবসময় বলত, মৌসুম শেষে আমি সিদ্ধান্ত নিতে পারব যে আমি থাকব না চলে যাব। পুরো বছর জুড়েই আমি তাঁকে এটি বলে এসেছি। কিন্তু বার্সা সভাপতি কথা রাখেন নি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড