• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশ মাতাবেন যুবরাজ!

  ক্রীড়া ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩২
যুবরাজ সিং
যুবরাজ সিং (ছবি: সংগৃহীত)

প্রথমবার কোনো ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ মাতাতে পারেন সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। ভারতীয় স্থানীয় এক সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং। এরপর সে বছরই ভারতের প্রচলিত প্রথা ভেঙ্গে কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলেছিলেন তিনি। এবারে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এটা বাস্তবে রূপ নিলে প্রথম ভারতীয় হিসেবে এই লিগে খেলবেন যুবরাজ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, এরইমধ্যে যুবরাজের দল খোঁজার কাজ শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ প্রসঙ্গে যুবরাজের ম্যানেজার জেসন ওয়ার্ন বলেন, ‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে মিলে যুবরাজের দল খোঁজার চেষ্টা করছি। সিএ যুবরাজকে দলে ভেরাতে আগ্রহী এমন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে।’

এদিকে বিগ ব্যাশে যুবরাজের খেলার আগ্রহ প্রকাশ টুর্নামেন্টটির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রেসিডেন্ট শেন ওয়াটসন।

এ বিষয়ে ওয়াটসন বলেন, ‘বিগ ব্যাশে ভারতীয়দের অংশগ্রহণ দারুণ একটা বিষয় হবে। ভারতে অনেক বিশ্বমানের টি-টোয়েন্টি খেলোয়াড় রয়েছেন যারা ভারতের হয়ে খেললেও বিগ ব্যাশসহ বিশ্বের অন্যান্য টুর্নামেন্টে খেলেন না। আমি মনে করি এসব জায়গায় তাদের খেলা উচিৎ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড