• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে সুযোগ না পাওয়ায় ক্রিকেটারের আত্মহত্যা

  অধিকার ডেস্ক

১৩ আগস্ট ২০২০, ১১:১১
আইপিএল
আইপিএল (ছবি : সংগৃহীত)

২০২০-এর জন্য নির্বাচিত না-হওয়ায় চরম হতাশায় ভুগছিলেন মুম্বাইয়ের ক্লাবের ক্রিকেটার করণ তিওয়ারি।

সোমবার রাতে মালাডে তার বাসভবনে ২৭ বছর বয়সি এই ক্রিকেটারের মৃতদেহ উদ্ধার হয়। খবর হিন্দুস্তান টাইমস এর।

দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের সঙ্গে বোলিং অ্যাকশনের সঙ্গে মিল থাকার কারণে মুম্বাইয়ের ক্লাব ক্রিকেটে “জুনিয়র স্টেইন” হিসাবে পরিচিত ছিলেন করণ। কিন্তু এর মধ্যেই থেমে গেল তার বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন। সুযোগ না-মেলায় অবসাদে ভুগছিলেন করণ। শেষ পর্যন্ত ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন করণ। যদিও তার বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের কুরার এলাকায় মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন করণ। সম্প্রতি উদয়পুরে এক বন্ধুকে ফোন করে আইপিএলে সুযোগ না-পাওয়ার হতাশার কথা জানিয়েছিলেন। আত্মহত্যার আশঙ্কা করে ওই বন্ধু রাজস্থানে করণের বোনকে পুরো ঘটনাটি জানান। বোনের কাছ থেকে জানতে পারেন করণের মা।

তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। রাতে খাবারের পর ঘরের দরজা বন্ধ করে দেয় করণ। যতক্ষণে দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়, করণ নিজেকে শেষ করে দিয়েছিল।’

মুম্বাই পুলিশ ঘটনার পরে দুর্ঘটনাজনিত মৃত্যু রিপোর্ট (এডিআর) নথিভুক্ত করেছে। ভারতের ক্রিকেটবোর্ডের নিয়ম অনুসারে, যদি কোনও খেলোয়াড় স্টেট দলের প্রতিনিধিত্ব করেন তবে তিনি আইপিএল নিলামে অংশ নিতে পারবেন। তবে স্টেট লেবেলে না-খেললেও মুম্বাই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড, ওয়াংখেড়ে স্টেডিয়ামে করণে আইপিএল দলগুলোকে বোলিংয়ের অভিজ্ঞতা ছিল।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড