• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোলার ছক্কা হজম করলেও তালি দেন ধোনি : মুরালিধরন

  ক্রীড়া ডেস্ক

১০ আগস্ট ২০২০, ১৫:১৯
কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন
কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন (ছবি : সংগৃহীত)

ক্রিকেট বিশ্বে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে মন্ত্রমুগ্ধ ব্যক্তিত্বের সংখ্যা অনেক বেশি। জাদুকরী অধিনায়কত্ব দিয়ে ভারতের সম্ভাব্য সকল সাফল্য এনে দেয়ায় স্বাভাবিকভাবেই তাকে সেরাদের সেরা হিসেবে মেনে নেন প্রায় সবাই। সে তালিকায় রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের নামও।

ধোনির অধিনায়কত্বে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ কয়েকটি আসর খেলেছেন মুরালি। সেই অভিজ্ঞতা থেকেই তিনি মূল্যায়ন করেছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এ অধিনায়ককে। মুরালির ভাষ্যনুযায়ী কোনো বোলার ভালো বল করে ছক্কা হজম করলেও তালি দেন ধোনি।

ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক লাইভে ধোনির ব্যাপারে মুরালি বলেছেন, ‘অবশ্যই ধোনি একজন তরুণ অধিনায়ক ছিলো। ২০০৭ সালের (টি-টোয়েন্টি) বিশ্বকাপে সে নেতৃত্ব দিলো এবং জিতেও নিলো। তার অধিনায়কত্বের পদ্ধতি সত্যিই অসাধারণ, কার্যকরও বটে।’

‘সে একজন বোলারের হাতে বল দিয়ে বলবে নিজের মতো করে ফিল্ডিং সাজিয়ে বোলিং করতে। যদি তা কাজ না করে, তখন বলবে তার সাজানো ফিল্ডিংয়ে বোলিং করে দেখতে। কোনো ভালো বলে ছক্কা হজম করলেও ধোনি তালি দেয়। সে বোলারকে বলে যে, এটা ভালো বল ছিল। ব্যাটসম্যান ছক্কা মারলে বুঝতে হবে তারও (ব্যাটসম্যান) সামর্থ্য আছে।’

আইপিএলে ধোনির অধীনে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত খেলে ৪০ উইকেট শিকার করেছিলেন মুরালি। কোনো বোলারকে কিছু বলতে হলে, সেটা সবার সামনে না বলে এককভাবে বলে থাকে ধোনি- এমনটাই জানালেন লঙ্কান কিংবদন্তি, ‘যখন আপনাকে কিছু বলতে হবে, তখন সে কাছে ডেকে নেবে এবং বুঝিয়ে কী করতে হবে, সবার সামনে না বলে। এসব গুণের কারণেই সে এত সফল।’

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড