• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবে বসছে বিপিএলের আসর?

  ক্রীড়া ডেস্ক

০৬ আগস্ট ২০২০, ১৭:২৩
বিপিএল
কবে বসছে বিপিএলের আসর? (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে একে একে স্থগিত হয়েছে বিশ্ব ক্রিকেটের অনেক আসর। তবে কি একই কারণে এবার আসর জমাচ্ছে না বিপিএল? এ ক্ষেত্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনে এতটুকু সুযোগও হাতছাড়া করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনা ভাইরাস মহামারি শেষ না হলেও বিপিএল আয়োজনে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাধারণ সূচি অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে আয়োজনের কথা ছিল বিপিএল। তবে ওই সময়ের মধ্যে করোনা ভাইরাসের আগ্রাসন থামবে বলে মনে হচ্ছে না। এ ব্যাপারে বিসিবি অবশ্য বলছে, নভেম্বরে সম্ভব না হলে ডিসেম্বর-জানুয়ারিতে এই লিগের আয়োজন করতে চায় তারা।

বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস বলেন, ‘বিপিএল আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে বিসিবি। আমাদের দেশে করোনা পরিস্থিতি এখনো শেষ হয়নি। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের একটি স্লট আছে। ওই সময় আমরা সবাই চেষ্টা করব বিপিএল আয়োজনের। এটি আমাদের ঘরোয়া টুর্নামেন্ট হলেও এখানে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় ও বিদেশি স্টাফরা অংশ নিয়ে থাকেন। এমন মহামারি চলাকালে বিদেশিরা আদৌ আমাদের দেশে আসবে কিনা সেটি নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে।’

আরও পড়ুন : আইপিএলে খেলোয়াড়দের জন্য ১৬ পৃষ্ঠার বিশদ নিয়মকানুন

এ ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত কিনা? করোনা পরিস্থিতি অনেক ব্যবসায়ীকে আর্থিকভাবে ধ্বংস করে দিয়েছে। প্রায় সবগুলো দলই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গে জালাল ইউনিস বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত কিনা তা আমরা জানিনা। সত্যিকার অর্থে বিপিএল নিয়ে আমরা এখনো কথাবার্তা শুরু করিনি। আশা করছি সেপ্টেম্বরে আমরা এটি নিয়ে আলোচনা করব। আমাদের দেশের করোনা পরিস্থিতির উপরও নজর রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড