• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঠেই আইপিএল দেখতে পারবেন দর্শকরা

  ক্রীড়া ডেস্ক

০২ আগস্ট ২০২০, ২৩:৫৮
আইপিএল
আইপিএল (ছবি : সংগৃহীত)

ইউরোপে ফুটবল লিগ শুরু হলেও করোনার কারণে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। ইংল্যান্ডে ক্রিকেট ফেরার পর সীমিত পরিসরে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখেই খেলা দেখতে হয়েছে।

করোনার কারণে ভারতে এবারের আইপিএল অনুষ্ঠিত হচ্ছে না। যে কারণে পুরো টুর্নামেন্টকে আরব আমিরাতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেও পুরোপুরি দর্শকশূন্য স্টেডিয়ামেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে এবারের আইপিএল কর্তৃপক্ষ আরব আমিরাত ক্রিকেট বোর্ড!

দর্শকশূন্য নয়, বরং মাঠে বসে খেলা দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। সংযুক্ত আরব আমিরাতের সরকার অনুমোদন দিলে ইউএই ক্রিকেট বোর্ড দর্শকদের দিয়ে গ্যালারির ৩০-৫০ শতাংশ পূরণ করতে আগ্রহী। শুক্রবার ইউএই সেক্রেটারি মুবাশি উসমানী এ কথা জানান।

আইপিএলের তারিখ ঘোষণার সময় চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন, ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর আইপিএলে দর্শকদের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেবে সংযুক্ত আরব আমিরাত সরকার। রবিবার (আজ) আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ১৩তম সংস্করণের পূর্ণাঙ্গ সূচি নির্ধারণ হতে পারে।

উসমানী বলেন, ‘একবার বিসিসিআইয়ের কাছ থেকে (ভারত সরকারের অনুমোদনে) নিশ্চয়তা পেলে আমরা সম্পূর্ণ প্রস্তাব এবং এসওপি নিয়ে সরকারের কাছে যাব। যা আমাদের ও বিসিসিআই-এর প্রস্তুতি নিতে সাহায্য করবে।’

আরও পড়ুন : ওয়ানডেতে রেকর্ড, টেস্টে ফেরার আশা বেয়ারস্টোর

মাঠে বসে দর্শকরা খেলা দেখতে পারবেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের মানুষরা এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি অনুভব করতে চায়। তবে এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। এখানে বেশিরভাগ ইভেন্টের জন্য স্টেডিয়ামের ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমিত পাওয়া যেতে পারে। আমরা একই সংখ্যার দিকে তাকিয়ে আছি।’ তিনি সঙ্গে আরও যোগ করেন, ‘আমরা সরকারের অনুমোদনের ব্যাপারে আশাবাদী।’

সংযুক্ত আরব আমিরাতে কোভিড -১৯ এর ৬ হাজারে বেশি আক্রান্ত হয়েছে। যদিও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সেখানে। ২০২০ সালের দুবাই রাগবি সেভেন্স ইভেন্টটি নভেম্বরে আয়োজন করার কথা; কিন্তু করোনাভাইরাস কারণে ১৯৭০ থেকে চলে আসা এই টুর্নামেন্টটি প্রথমবারের মতো বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড