• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধারাভাষ্য ফিরে পেতে মাঞ্জরেকারের অনুরোধ

  ক্রীড়া ডেস্ক

৩১ জুলাই ২০২০, ১১:৫৪
মাঞ্জরেকার
মাঞ্জরেকার (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিন ধরেই বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাঞ্জরেকার। কিন্তু গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে তাকে ধারাভাষ্য প্যানেলে রাখা হয়নি। গুঞ্জন শোনা যাচ্ছে, আইপিএলেও মাঞ্জরেকারকে রাখবে না বিসিসিআই।

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে নিজের দায়িত্ব ফিরিয়ে দেয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি অর্জন করা সঞ্জয় মাঞ্জরেকার।

করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া আইপিএল এবার হবে চলতি বছরের সেপ্টেম্বরে। সেই আসরে বোর্ডের সকল নিয়ম-কানুন মেনে ধারাভাষ্য দেয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ মাঞ্জরেকার। তিনি সুযোগ চাচ্ছেন বিসিসিআইয়ের কাছে। যাতে করে জমজমাট এ আসরে থাকতে পারেন ধারাভাষ্য কক্ষে।

এ কথা জানিয়ে বিসিসিআইয়ের কাছে একটি মেইল করেছেন মাঞ্জরেকার। সেটি ছাপিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। যেখানে মাঞ্জরেকার লিখেছেন, ‘আইপিএলের তারিখ ঘোষণা করা হয়েছে, শিগগিরই ধারাভাষ্যকার প্যানেল বাছাই করবে বিসিসিআই। আমি খুশি মনেই আপনাদের নির্দেশনা মেনে কাজ করতে চাই। দিনশেষে আমরা কাজ করছি তো আপনাদের প্রযোজনাতেই। সব শেষবার হয়তো এই ব্যাপারটি পরিষ্কার ছিল না। ধন্যবাদ।’

আরও পড়ুন : করোনায় জীবন বাঁচাতে ভারতীয় ক্রিকেটার এখন দিনমজুর

তবে ঠিক কী কারণে মাঞ্জরেকারকে বাদ দেয়া হয়েছিল, সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি তখন। ধারণা করা হয় গত বিশ্বকাপে রবীন্দ্র জাদেজার ব্যাপারে সমালোচনামূলক মন্তব্য করায় নেয়া হয়েছিল এমন সিদ্ধান্ত। এখন আবার মাঞ্জরেকারকে ধারাভাষ্য প্যানেলে নেয়া হবে কি না সে সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড