• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের সাবেক অধিনায়কের বিরুদ্ধে এফবিআরের মামলা

  ক্রীড়া ডেস্ক

২৯ জুলাই ২০২০, ১৯:৩৫
মোহাম্মদ হাফিজ
পাকিস্তানের সাবেক অধিনায়কের বিরুদ্ধে এফবিআরের মামলা (ছবি : সংগৃহীত)

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে দেশটির ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)। ইতোমধ্যেই বিষয়টিতে তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে সংস্থাটি।

মামলায় হেরে গেলে এই তারকা ক্রিকেটারকে ২ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি পরিশোধ করতে হবে। এফবিআর সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানায়, ২০১৪ সালে আয়ের বিবরণী দিয়েছিলেন হাফিজ। যেখানে ৮ কোটি ৬০ লাখ টাকার সম্পত্তি লুকিয়েছেন বলে দাবি করেছে এফবিআর। পরে সেই দাবির সন্তোষজনক জবাব দিতে পারেননি হাফিজ। অবশ্য এফবিআরের এই অভিযোগ শুরু থেকে উড়িয়ে দিয়ে আসছেন হাফিজ।

৩৯ বছর বয়সী এই সাবেক পাকিস্তানি অধিনায়কের দাবি, প্রতি বছর নিয়ম অনুযায়ী কর দেন তিনি। তার বিরুদ্ধে আনা কর ফাঁকি বা সম্পদ লোকানোর অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুন : স্থগিত হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ?

উল্লেখ্য, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন পাকিস্তান দলের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড