• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোহলিকে অনুকরণ করবে না পাকিস্তান : ইউনুস

  ক্রীড়া ডেস্ক

২৬ জুলাই ২০২০, ২৩:২৪
ভারত-পাকিস্তান ক্রিকেট
কোহলিকে অনুকরণ করবে না পাকিস্তান : ইউনুস (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এরই ধারাবাহিকতায় একে একে ২২ গজের লড়াইয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশের ক্রিকেটাররা। এ জন্য নিজেদের ফিট ও প্রস্তুত রাখছেন খেলোয়াড়রা।

এ দিকে, বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ভারতীয় এই অধিনায়ক ফিটনেসের দিক থেকেও এগিয়ে রয়েছেন। তবে বিশ্বসেরা এই ব্যাটসম্যানকে অনুকরণ করবে না পাকিস্তান।

এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াকার ইউনুস বলেছেন, আমাদের দলেও বেশ কয়েকজন ফিট ক্রিকেটার রয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটে খেলতে হলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ফিট হতেই হয়। বিরাট কোহলি দারুণ ফিট একজন ক্রিকেটার। তবে আমরাও পিছিয়ে নেই।

আরও পড়ুন : ৩৪ হাজার রুপির ভুতুড়ে বিদ্যুৎ বিল হারভজনের বাড়িতে!

পাকিস্তানের বর্তমান বোলিং কোচ আরও বলেন, বাবর আজম দারুণ ফিট রয়েছে, সে বেশ ভালো পারফর্ম করছে। শাহিন শাহ আফ্রিদিও খুব ফিট। আমরা অন্য কাউকে (কোহলিকে) অনুকরণ করতে যাব না। নিজেরাই নিজেদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করব। একই সঙ্গে দলকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড