• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে যাচ্ছে টাইগাররা

  ক্রীড়া ডেস্ক

২৬ জুলাই ২০২০, ২০:৩৬
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ
সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে যাচ্ছে টাইগাররা (ছবি : সংগৃহীত)

মহামারিতে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবের মাঝে আগামী সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ইদুল আজহার পরই হয়তো শ্রীলংকা সফরের বিষয়টি চূড়ান্ত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রোস্টেটের অপারেশন করাতে বর্তমানে লন্ডন রয়েছেন। তিনি দেশে ফেরার পর ক্রিকেট বোর্ডের সভায় লংকান সফরের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, আগামী কয়েক মাস আমাদের তেমন কোনো খেলা নেই। তাই আমরা শ্রীলংকা সফরে দল পাঠানোর চিন্তা-ভাবনা করছি। দ্বিপাক্ষিক সিরিজ খেলাতে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গেও আমাদের কথা হচ্ছে।

জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শ্রীলংকা সফরে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। কোয়ারেন্টিন শেষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-মুমিনুলরা। এরপর অক্টোবরের শুরুর দিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।

আরও পড়ুন : অনেক সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরি মিস হয়ে যাচ্ছে : মুশফিক

উল্লেখ্য, জুলাই মাসেই শ্রীলংকা সফরে গিয়ে তিনটি টেস্ট খেলার কথা ছিল মুমিনুলদের। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই সফরটি সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার পরও শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। এখন আবার সেই সফরে যেতে শ্রীলংকাকে রাজি করাতে চাচ্ছে বিসিবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড