• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসি চেয়ারম্যান হিসেবে গাঙ্গুলি যোগ্য মনে করেন সাঙ্গাকারা

  ক্রীড়া ডেস্ক

২৬ জুলাই ২০২০, ১১:২৩
সৌরভ গাঙ্গুলি (ছবি : সংগৃহীত)

শশাঙ্ক মনোহার পদত্যাগ করার পর থেকেই আইসিসির চেয়ারম্যান পদটি খালি। শিগগিরই নির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ দৌড়ে জোরেশোরেই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির নাম।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাও মনে করেন, আইসিসি চেয়ারম্যান পদে গাঙ্গুলিই যোগ্য ব্যক্তি। এটি শুধু ব্যক্তিগত চেনাজানা কিংবা ভালো সম্পর্কের কারণে নয়, সংগঠক হিসেবে গাঙ্গুলির কাজের ওপর ভিত্তি করেই জানিয়েছেন সাঙ্গাকারা।

খেলোয়াড়ি জীবনে অধিনায়ক হিসেবে যেমন সফল ছিলেন গাঙ্গুলি, তেমনি সংগঠক হিসেবেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব নেয়ার আগে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান পদেও ছিলেন গাঙ্গুলি। বেঙ্গল প্রদেশের ক্রিকেট উন্নয়নে অগ্রণী ভূমিকা রয়েছে তার।

এবার গাঙ্গুলির প্রতি আস্থা রাখছেন সাঙ্গাকারাও। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমি মনে করি, সৌরভ পরিবর্তন আনতে পারবে। আমি দাদার অনেক বড় ভক্ত। শুধু ক্রিকেটার হিসেবে সফলতাই নয়, আমার মতে তার ক্রিকেটীয় মস্তিষ্কও ক্ষুরধার। খেলাটিকে নিজের হৃদয়ে ধারণ করে সে এবং আইসিসির দায়িত্ব নেয়ার পর অন্য কোনো বোর্ডে থাকায় এটি বদলানো উচিৎ না।'

'আপনার মাথায় শুধুমাত্র ক্রিকেটের উন্নতির কথা থাকতে হবে। কীভাবে ক্রিকেটকে আরও এগিয়ে নেয়া সেটি ভাবতে হবে। আপনি কোথা থেকে এসেছেন, ভারত, শ্রীলঙ্কা নাকি অস্ট্রেলিয়া তা এখানে মুখ্য নয়। বুঝতে হবে যে, আপনি একজন ক্রিকেটার এবং বিশ্বের সকল ক্রিকেট খেলুড়ে দেশের জন্য সেরা সিদ্ধান্তই নিতে হবে।'

এসময় গাঙ্গুলির প্রতি নিজের আস্থার কথা জানিয়ে সাঙ্গাকারা বলেন, 'খেলাটির মূল ভিত্তি হলো বাচ্চারা এবং সারাবিশ্বের দর্শকরা। আমি মনে করি, সৌরভ এ কাজটি খুব ভালো পারবে। সে বিসিসিআইতে দায়িত্ব নেয়ার পর আমি তার কাজ দেখেছি। আমি জানি সে কত ভালোভাবে খেলোয়াড়দের সঙ্গে মিশতে পারেন। আমার কোন সন্দেহ নেই, আইসিসি চেয়ারম্যান হিসেবে সৌরভ একজন যোগ্য প্রার্থী।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড