• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিপিএলে খেলতে রাজি হননি মোস্তাফিজও

  ক্রীড়া ডেস্ক

১৫ জুলাই ২০২০, ১৯:০৬
মোস্তাফিজুর রহমান
বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যেতে রাজি হননি জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।

প্রস্তাব পেয়ে ‘না’ বলে দিয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। তামিম আর মাহমুদউল্লাহর মতো তারও করোনা শঙ্কা আছে। করোনাকালীন সময়ে খেলতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হবে, এমন ভাবনা কাটার মাস্টারেরও। তবে তার সিপিএল খেলতে না যাওয়ার মূল কারণ ভিন্ন।

মোস্তাফিজের সঙ্গে সিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সরাসরি কথা হয়নি। যোগাযোগ হয়েছে এজেন্টের মাধ্যমে। অফার ছিল মোটা অংকের। তবে লোভনীয় প্রস্তাবেও টলেননি মোস্তাফিজ। তিনি জানান, মূলত দেশের কথা ভেবেই সিপিএলে যেতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) বিকালে সিপিএল খেলার অফার ফিরিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোস্তাফিজ জানান, ‘করোনার সময়ে খেলতে যাওয়া মানেই জীবনের ঝুঁকি নেওয়া। তবে আমি আরও বড় কারণে তাদের সাথে সেভাবে কথা বলিনি। জানি না আবার কবে আমাদের দেশের ঘরোয়া ও জাতীয় দলের ক্রিকেট শুরু হবে। তবে এটুকু জানি আমাদের বেশ কয়েকটি সিরিজ ও সফর করোনার কারণে বন্ধ হয়ে গেছে।’

মোস্তাফিজ আরও বলেন, ‘করোনার তীব্রতা ও ভয়াবহতা কমে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ওই স্থগিত সফর বা হোম সিরিজ শুরু হতে পারে। এখন আমি তো জানি না, সেটা কবে। তা না জেনে যদি আমি সিপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হই, তাহলে তো একটা বড় ঝামেলা হয়ে যেতে পারে। দেখা গেল সিপিএলে আমার দলের যখন খেলা থাকবে, ঠিক একই সময়ে আমার জাতীয় দলেরও খেলা পড়ে গেল। তখন কি করব?’

আরও পড়ুন : ফ্র্যাঞ্চাইজিদের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম

সবার আগে দেশের চিন্তাই করছেন মোস্তাফিজ। তার ভাষায়, ‘আমার দেশ তো আগে। দেশের হয়েই খেলতে হবে। কিন্তু সিপিএলের দলকে যদি কথা দিয়ে ফেলি, তখন তো তাদেরও একটা সমস্যা হবে। আমার সাথে চুক্তি করে যদি আমাকে জায়গামত না পায় তারাও তো বিপাকে পড়ে যাবে। তাই না করে দিয়েছি। এখন জাতীয় দলের অনুশীলন কবে শুরু হয়, সে অপেক্ষায়ই আছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড