• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংল্যান্ড টি ২০ বিশ্বকাপও জিততে চায়

  ক্রীড়া ডেস্ক

১৫ জুলাই ২০২০, ১১:১২
ইয়ন মরগ্যান (ছবি : সংগৃহীত)

ইংল্যান্ড এক বছর আগে দেশের মাটিতেই জিতেছে ক্রিকেট বিশ্বকাপ। এবার টি ২০ বিশ্বকাপও জয়ের ব্যাপারে আশাবাদী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। যদি পরপর দুটি শিরোপা জেতা যায়- এমন ভাবনাতে রোমাঞ্চিত সে।

দুটি টি ২০ বিশ্বকাপ জিততে পারলে সেটা ওয়ানডে বিশ্বকাপ জয়ের চেয়েও সাফল্য হবে বলে মনে করছেন মরগ্যান।

২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। তাতে বৈশ্বিক শিরোপার খরা ঘুচেছিল তাদের। তবে ৫০ ওভারের বিশ্বকাপের শিরোপা জয়ের আক্ষেপ ছিলই। ওয়ানডে ক্রিকেটের জন্ম যে দেশে, তারাই কিনা এই সংস্করণের বিশ্বসেরা হতে পারছিল না। অবশেষে গত বছর লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনাল জিতে মরগ্যানের দল দেশকে উপহার দেয় প্রথম শিরোপা। মরগ্যান জানালেন, তার দল এখন তাকিয়ে নতুন ইতিহাসের দিকে।

তিনি বলেন, ‘টি ২০ বিশ্বকাপ ও ৫০ ওভারের বিশ্বকাপের ট্রফি এখনও একসঙ্গে পায়নি কোনো দল, এই চ্যালেঞ্জ তাই দারুণ। বাস্তব সম্ভাবনা চিন্তা করলে, পরের দুটি টি ২০ বিশ্বকাপের একটি জিততে পারলেও তা হবে অসাধারণ কিছু। আর দুটিই জিততে পারলে, ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের চেয়েও বড় অর্জন হবে।’

তিনি বলেন, ‘মূল কারণ, দুটি আসরই দেশের বাইরে। অস্ট্রেলিয়াতে সবকিছু থাকবে অস্ট্রেলিয়ার পক্ষে, ভারতে থাকবে ভারতের। ৫০ ওভারের বিশ্বকাপের ওপরে রাখতে হলে দুটিই জিততে হবে।’

এদিকে বিশ্বকাপ জয়ের পর বদলে গেছে মরগ্যানের দুনিয়া। তিনি বলেন, ‘খেলাটার ওজন উল্লেখযোগ্যরকম বেড়েছে। বাইরে গেলেই, রাস্তায় বা পাবে বা ক্যাফেতে, লোকে আমাকে দেখলে ছুটে আসছে। শুধু দেশেই নয়, আমরা যখন ছুটিতে যাই, কেউ হয়তো কোনো টেনিস ম্যাচ বা গ্রাঁ প্রিঁ দেখতে গেলে, সেখানেও একই চিত্র। কিংবা পাশের বাসায় চিৎকার শুনে কেউ হয়তো ভাবছে, তারা কী দেখছে!’

তিনি বলেন, ‘পুরো ব্যাপারটিই হচ্ছে ক্রীড়ার উৎসবের, আর লোকে ট্রফি জিততে ভালোবাসে। ক্রিকেটের গুরুত্ব অবশ্যই বেড়ে গেছে এবং এভাবেই আমার জীবন বদলে গেছে। লোকে এখন আমাকে অনেক বেশি চেনে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড