• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যারিবীয়দের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব ক্রীড়াঙ্গন

  ক্রীড়া ডেস্ক

১৩ জুলাই ২০২০, ১৭:০৭
ওয়েস্ট ইন্ডিজ
সাউদাম্পটন টেস্ট ৪ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে দীর্ঘ বিরতির পর দিন কয়েক আগে মাঠে ফিরেছে ২২ গজের লড়াই। সাউদাম্পটন টেস্টে শুরুটা ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই কৃতিত্বেই সাউদাম্পটন টেস্ট জিতেছে ৪ উইকেটে।

রবিবার (১২ জুলাই) শেষদিনে নাটকীয়তা শেষে হাসি মুখ জেসন হোল্ডারদের। এই সাফল্যের পর এখন প্রশংসায় ভাসছে উইন্ডিজের ক্রিকেটাররা।

ক্যারিবীয় বন্দনায় আছেন ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, ভিভিএস লক্ষন, ড্যানি মরিসন আর মাইকেল ভনের মতো ক্রিকেটাররা।

ইংলিশদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়ের পর সাবেক তারকা ক্রিকেটাররা টুইটারে মাতলেন ক্যারিবীয়দের প্রশংসায়।

শ্রীলঙ্কান লিজেন্ড যিনি এখন এমসিসির প্রেসিডেন্ট সেই কুমার সাঙ্গাকারা বললেন, ‘দুর্দান্ত এক টেস্ট ম্যাচ দিয়েই ক্রিকেটের প্রত্যাবর্তন হলো! লড়াকু আর দৃঢ় মানসিকতা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার ও বেন স্টোকস, দুজনই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।’

উইন্ডিজ ক্রিকেটের সোনালী যুগের ক্রিকেটার ভিভ রিচার্ডসও অনুজদের সাফল্যে খুশি। তিনি বলছিলেন, ‘করোনার বিরতির পর প্রথম ক্রিকেট ম্যাচটি আমাদের হলো। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ছেলেরা। এই ম্যাচে জয় ওদের প্রাপ্য। তোমরা আমাদের গর্বিত করেছো।’

আরেক লিজেন্ড ব্রায়ান লারাও মুগ্ধ। তিনি বলেন, ‘দুর্দান্ত এক টেস্ট ম্যাচ জয়! জেসন হোল্ডার ও তার দলকে অভিনন্দন জানাই।’

এই জয়ের অবদান থাকল ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউডের। শেষ ইনিংসে রান তাড়ায় ৯৫ রানের ইনিংস খেলেছেন তিনি। সর্বকালের সফলতম ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের এ নিয়ে টুইটারে বলছিলেন, ‘দুই দলের ক্রিকেটাররাই দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখাল। রান তাড়ায় জার্মেইন ব্ল্যাকউড গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে পার করিয়েছে। দারুণ জয়, সিরিজটি এখন জমে উঠল।’

সামনে থেকে নেতৃত্ব দিলেন জেসন হোল্ডার। প্রথম ইনিংসে ৬ উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি এ নিয়ে বলছিলেন, ‘দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ! ধৈর্য্য, দুর্দান্ত স্কিল ও পরিণত পারফরম্যান্স। চমৎকার নেতৃত্বে দিলো জেসন হোল্ডার।’

ক্যারিবীয়দের এই জয়ের ব্যাপারে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে অনেক অভিনন্দন। জেসন হোল্ডারের নেতৃত্ব ছিল খুবই ভালো। চতুর্থ ইনিংসে অসাধারণ ইনিংস খেলেছে ব্ল্যাকউড।’

এমনকি বিরাট কোহলিও দেখলেন শেষ দিনের খেলা। টিভি পর্দায় উইন্ডিজের জয় দেখে তিনি লিখেছেন, ‘ওয়াও ওয়েস্ট ইন্ডিজ… কী দারুণ জয়! টেস্ট ক্রিকেটের অসাধারণ প্রদর্শনী।’

আরও পড়ুন : ফিট ও প্রস্তুত হয়ে অনুশীলনে ফেরার অপেক্ষায় টাইগাররা

ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন তার দেশের হারে হতাশ। তবে টেস্ট ম্যাচটি আনন্দ দিয়েছে তাকে। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য দারুণ একটি সপ্তাহ। ওয়েস্ট ইন্ডিজ যে এই পরিস্থিতির মধ্যে এখানে এসে খেলছে, এটা অসাধারণ। তাদের এতটা ভালো খেলা ও জয়, এটা অবিশ্বাস্য! যদিও আমার মনে হয় না, ইংলিশ সমর্থকরাও খুব হতাশ হবেন।’

ধারাভাষ্যকার ও সাবেক নিউজিল্যান্ড পেসার ড্যানি মরিসনও মুগ্ধ। তার কথা, ‘জাদুকরি পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা ওয়েস্ট ইন্ডিজকে। দারুণ টেস্ট ম্যাচ জয়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড