• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩৩ বছরের আক্ষেপ ঘোচাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ?

  ক্রীড়া ডেস্ক

১২ জুলাই ২০২০, ২০:৫৯
ওয়েস্ট ইন্ডিজ
৩৩ বছরের আক্ষেপ ঘোচাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ? (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে দীর্ঘ বিরতির পর দিন কয়েক আগে মাঠে ফিরেছে ২২ গজের লড়াই। এরই মধ্যে ইংল্যান্ডের সিরিজ খেলতে আসে ওয়েস্ট ইন্ডিজ। এসেই ক্যারিবীয় পেস বোলারদের তোপের মুখে লণ্ডভণ্ড হয়ে গেছে স্বাগতিকরা। জয়ের জন্য সহজ লক্ষ্য নিয়ে এখন ব্যাট করছে জেসন হোল্ডাররা।

তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হয় গত ৮ জুলাই। ক্যারিয়ারের প্রথমবার অধিনায়ক হিসেবে টস করতে এসে সাফল্য পান বেন স্টোকস। টস জিতে ব্যাট করতে নেমে শূন্য রানেই সাজঘরে ফেরেন ওপেনার শিবলি। শেষ পর্যন্ত অধিনায়ক জেসন হোল্ডার ও গ্যাব্রিয়েলের বোলের তোপের মুখে মাত্র ২০৪ রানেই সবকটি উইকেট হারায় স্বাগতিকরা।

ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার নেন ৬ উইকেট আর শ্যানন গ্যাব্রিয়েল নেন ৪টি।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টেস্টে ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছে ক্যারিবীয়রা। ৩১৮ রান তুলে অল আউট হয়ে গেলেও শত রানের লিড পায়। স্টোকস নিয়েছিলেন ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ব্যাট করতে নেমে ভালোই করেছিল টপ-অর্ডাররা। জ্যাক ক্রোলির ৭৬, ডোম সিবলির ৫০, বেন স্টোকসের ৪৬ আর জো বার্নসের ৪২ রানে ভর করে ৩১৩ রান তোলে ইংলিশরা। তাতে ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে বরাবর ২০০ রানের।

এই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আগের ইনিংসে ৪ উইকেট নেওয়া শ্যানন গ্যাব্রিয়েল।

আরও পড়ুন : করোনায় ট্যাক্সি ড্রাইভিং করছেন পাকিস্তানের ক্রিকেট কোচ!

এর আগে ১৯৯৮ সালে ওভালে ৫ বার ইংলিশ ব্যাটসম্যানদের বোল্ড করেছিলেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলিধরন। সেবার তিনি ১৬ উইকেট শিকার করে দলকে অনায়াস জয় এনে দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড