• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এশিয়ান গেমস

৪০ বছর পর এশিয়াড হকিতে ষষ্ঠ বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৪

বাংলাদেশ হকি দল
চয়নের বিদায়ী ম্যাচে এশিয়াড হকিতে ষষ্ঠ স্থান পেয়েছে বাংলাদেশ

জাকার্তা-পালেম্বাং এশিয়ান গেমস ২০১৮'র হকিতে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা হেরে গেছে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে।

শনিবার জিবিকে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা প্রথম তিন কোয়ার্টারে দুইটি করে ও শেষ কোয়ার্টারে একটি গোল হজম করে।

এশিয়াডে গেলবার অষ্টম হয়েছিল বাংলাদেশ। এবার দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছেন জিমি-চয়নরা। ৪০ বছর আগে ১৯৭৮ সালে প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়ে হকিতে ষষ্ঠ স্থান পেয়েছিল বাংলাদেশ। সেটাই ছিল তাদের সেরা সাফল্য। এবার তার পুনরাবৃত্তি করেছে বাংলাদেশ।

প্রাথমিক পর্বে পুল 'বি'তে মালয়েশিয়া ও পাকিস্তানের কাছে হারলেও ওমান, কাজাখস্তান ও থাইল্যান্ডের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। তবে স্থান নির্ধারণী ম্যাচে কোরিয়ানদের সঙ্গে আর পেরে ওঠেনি তারা।

এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মামুনুর রহমান চয়ন। পেনাল্টি কর্নার নেওয়ায় দক্ষ এই তারকা এবারের এশিয়াডে একটি গোল করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড