• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট দলের জন্য স্পন্সর পাচ্ছে না পিসিবি

  ক্রীড়া ডেস্ক

১১ জুলাই ২০২০, ১০:০২

মহামারী করোনাভাইরাসের এই কঠিন সময়ে পাকিস্তান ক্রিকেট দলকে স্পন্সর করতে আগ্রহ দেখাচ্ছে না কোনো প্রতিষ্ঠান। যে কারণে কম মূল্যে স্পন্সরশিপ বিক্রি করতে সম্মত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেট পাকিস্তান ডটকম সূত্রে জানা যায়, আগামী এক বছরে পাকিস্তান ক্রিকেট দলের স্পন্সর হওয়ার জন্য এক বিলিয়ন রুপি দাবি করেছিল পিসিবি।

এর আগে পেপসি পিসিবির টাইটেল স্পন্সর হতে তিন বছরে ১৮০০ মিলিয়ন রুপি খরচ করেছিল।

কিন্তু বর্তমানে মহামারীর এই সংকটের মুহূর্তে কোনো প্রতিষ্ঠান আগ্রহ না দেখায়, এক বছরের জন্য অন্তত ২০০ মিলিয়ন রুপি হলেও স্পন্সর স্বত্ব বিক্রি করতে রাজি আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নতুন করে যে প্রতিষ্ঠান পাকিস্তান ক্রিকেট দলের স্পন্সর হবে তাদের লোগো বাবর আজমদের কিটসগুলোতে থাকবে।

শুধু তাই নয়, পাকিস্তানের ক্রিকেটারদের জার্সিতে শহীদ আফ্রিদির ফাউন্ডেশনের লোগোও থাকবে। ২০১৯ সালের মে মাসে পিসিবি সামাজিক দায়বদ্ধতার পরিধি বাড়িয়ে দেয়ার জন্য দাতব্য এ সংস্থার সঙ্গে দুই বছরের অংশীদারিত্বের স্বাক্ষর করেছিল।

বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তিন টেস্ট আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

আগামী ৫ আগস্ট ম্যানচেস্টারে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। ১৩ আর ২১ আগস্ট সাউদাম্পটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ। একই ভেন্যুতে ২৯ ও ৩১ আগস্ট আর ২ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড