• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যারিবীয়দের সামনে অসহায় ইংলিশ বোলাররা

  ক্রীড়া ডেস্ক

১০ জুলাই ২০২০, ২২:৪২
করোনা
ছবি : সংগৃহীত

সাউদাম্পটনের রোজ বোলে টস জিতে ব্যাট করতে নামার পর ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে যেন মুর্তিমান আতঙ্ক হিসেবে দেখা দেন ক্যরিবীয় বোলাররা। বিশেষ করে দুই পেসার জেসন হোল্ডার এবং শ্যানন গ্যাব্রিয়েলের তোপের মুখে মাত্র ২০৪ রানে অলআউট হয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

জবাবে আগেরদিনই ব্যাট করতে নেমে ভালো ব্যাটিংয়ের ইঙ্গিত দেয় ক্যারিবীয় ব্যাটসম্যানরা। মনে হচ্ছিল উইকেট বুঝি পুরোপুরি ব্যাটিং বান্ধব। ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে তারা।

তৃতীয় দিন নিজেদের অবস্থান আরও মজবুত করে তুলেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। এরই মধ্যে লিডও নিয়ে ফেলেছে তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেট হারিয়ে ২৬৭। লিড নিয়েছে তারা ৬৩ রানের। দিনের তৃতীয় সেশনের খেলা চলছিল তখন। ৪৪ রান নিয়ে ব্যাট করছেন শেন ডরউইচ।

মূলত ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রাফেট মূল চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ইংলিশ বোলারদের সামনে। ১২৫ বলে ৬৫ রান করে আউট হন তিনি। জন ক্যাম্পবেল ২৮ রান করে আগেরদিনই আউট হয়েছিলেন। ১৬ রান করেন সাই হোপ।

এরপর সামারাহ ব্রুকস ৭১ বল খেলে করেন ৩৯ রান। জার্মেইন ব্ল্যাকউড ১২ রান করে আউট হন। এরপর রস্টোন চেজ আর শেন ডরউইচ দারুণ একটি জুটি গড়ে তোলেন। ৮১ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন তারা দু’জন। ৪৭ রান করে সাজঘরে ফিরে যান রস্টোন চেজ।

ইংলিশ পেসারদের মধ্যে জেমস অ্যান্ডারসন নেন ৩ উইকেট। ২ উইকেট নেন ডোম বেজ। ১টি নেন বেন স্টোকস।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড