• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জুলাইয়ের শেষ সপ্তাহেই অনুশীলনে ফিরতে পারে টাইগাররা

  ক্রীড়া ডেস্ক

০৭ জুলাই ২০২০, ২০:১০
অনুশীলন
জুলাইয়ের শেষ সপ্তাহেই অনুশীলনে ফিরতে পারে টাইগাররা (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে গত কয়েক মাস থেকেই বন্ধ রয়েছে ঘরোয়া ক্রিকেট। তবে আগে বেশ কয়েকবারই শোনা গেছে টাইগাররা মাঠে ফিরছেন। জাতীয় দলের না হয় ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনে নামবেন। বিসিবি থেকে ছকও কষে দেওয়া হয়েছিল, কীভাবে ক্রিকেটাররা শারীরিক সংস্পর্শ ছাড়া অনুশীলন করবেন।

কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই হয়নি। জাতীয় দলের অনুশীলন বহুদূরে, ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনও শুরু হয়নি। যদিও মুশফিকুর রহীম এরই মধ্যে বেরাইদের ‘ফরটিস ফুটবল একাডেমি’ মাঠে একা একা অনুশীলন শুরু করেছেন।

গতকাল সোমবার (৬ জুলাই) থেকেই বেরাইদের মাঠে রানিংয়ে নেমেছেন মিস্টার ডিপেন্ডেবল। একই মাঠে সিনথেটিক টার্ফে নকিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। অবশ্য বেরাইদের ফরটিস ফুটবল একাডেমি মাঠে নয়, ক্রিকেটারদের জন্য এবার খুলে যাচ্ছে হোম অব ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামও।

ক্রিকেটাররা যাতে তাদের প্রিয় শেরে বাংলার চেনা জানা কন্ডিশনে নিজেতের মতো করে প্র্যাকটিস করতে পারেন- এবার সত্যি সত্যিই সে উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই বিসিবির উদ্যোগেই শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন।

জাতীয় দলের পর্যবেক্ষণ, পরিচর্যা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিজে দিয়েছেন এ তথ্য।

তিনি বলেন, ‘আমরা সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছি। মাঠ, পিচ,ইনডোর, একাডেমির মাঠ সবই তৈরি করে রাখা হয়েছে। এখন ক্রিকেটাররা চাইলেই প্র্যাকটিস করতে পারবে।’

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান জানান, ‘করোনার তীব্রতা কমলেই যাতে ক্রিকেটাররা অনুশীলনে নামতে পারে, সে উদ্যোগই নেওয়া হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন।’

কবে নাগাদ ক্রিকেটাররা অনুশীলন শুরু করবে এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। করোনা পরিস্থিতির ওপর সব নির্ভর করছে। যদি পরিস্থিতির উন্নতি ঘটে এবং করোনার ভয়াবহতা কমে আসে, তাহলে হয়তো ইদের আগেও তিন-চারদিনের অনুশীলন করা সম্ভব। না হয়, ইদের ছুটির পর অবস্থার উন্নতি ঘটলে ক্রিকেটারদের অনুশীলনে নামার সম্ভাবনা আছে।’

আরও পড়ুন : ইংল্যান্ড সফরে আরও তিন পাকিস্তানি ক্রিকেটার

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও জানান, ‘যেহেতু এশিয়া কাপের (পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সেপ্টেম্বরে শুরুর কথা) আগে আমাদের আর কোনো সিরিজ বা সফর নেই। তাই আমরা এশিয়া কাপকে টার্গেট রেখে ক্রিকেটারদের তৈরি করার কথা ভাবছি। আমরা প্র্যাকটিসের সব রকম ফ্যাসিলিটিজ প্রস্তুত করে ফেলেছি। ক্রিকেটাররা মাঠে অনুশীলনে নামলে যা যা দরকার হয়, সব যাতে পায়, তাও নিশ্চিত করা হয়েছে। এখন শুধু করোনার অবস্থার উন্নতির অপেক্ষা। করোনার প্রকোপ কমলে ক্রিকেটারদের অনুশীলন করার অনুমতি দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড