• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চায় মেসি : জোসেপ মারিয়া

  ক্রীড়া ডেস্ক

০৬ জুলাই ২০২০, ১৭:১৩
লিওনেল মেসি
লিওনেল মেসি (ছবি : সংগৃহীত)

সম্প্রতি আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে একটি গুঞ্জন চলছে যে, ম্যানেজমেন্টের ওপর সন্তুষ্ট নন তিনি। তাই বার্সেলোনা ছাড়তে চলেছেন এই ফুটবল তারকা। যদিও সব গুঞ্জনকে এক বাক্যেই উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তিনি বলেছেন, মেসি বার্সাতেই ফুটবল ও ওয়ার্কিং ক্যারিয়ার শেষ করতে চায়।

মেসির চলমান চুক্তিটি শেষ হবে ২০২১ সালে। গুঞ্জন চলছে এর পর আর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন মেসি। কিন্তু বার্সা সভাপতি এসব খবর উড়িয়ে দিয়ে পরিষ্কার করতে চাইলেন সবকিছু, ‘আমরা অনেকের সঙ্গেই সমঝোতা করছি। তবে মেসি আমাদের কাছে পরিষ্কার করেছে, সে এখানেই থাকতে চায়।’

খবর ছড়ায় বার্সায় চলমান অস্থিরতার কারণ নাকি খোদ মেসি! এসব খবর ভালোভাবে নিতে পারছেন না বার্সার প্রাণভোমরা। তাই চুক্তি বাড়ানোর বিষয়ে তিনি নাকি আর কথাই বলতে চাচ্ছেন না ক্লাবটির সঙ্গে। তবে বার্তোমেউর ভাষ্যে মিলল উল্টো ইঙ্গিত, ‘সে থাকবে, তাই আমরা আরও বেশি সময় তার খেলা উপভোগ করতে পারব।’

ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ের পরই এসব কথা বলেছেন বার্সা সভাপতি। এ সময় রিয়াল মাদ্রিদ প্রসঙ্গেও নেতিবাচক মন্তব্য করে বসেন তিনি। বিলবাওর বিপক্ষে পেনাল্টিতে পাওয়া গোলটি নিয়ে বলেছেন, ‘বিলবাওর বিপক্ষে ম্যাচটা দেখেছি। আমি অবশ্য এসব পুনরাবৃত্তি করতে চাই না যে ভিডিও রেফারি যেভাবে ব্যবহারের কথা ছিল সেভাবে হচ্ছে না।’

আরও পড়ুন : ইংল্যান্ড সফরে নতুন সমস্যার মুখোমুখি পাকিস্তান

এ সময় রিয়ালের প্রতি রেফারিদের পক্ষপাতীত্বের অভিযোগ করে তিনি বলেন, ‘করোনা সংকটের শুরু থেকেই দেখতে পারছি, এখানে সব কিছু সমতায় বিরাজ করছে না। ফলাফলেও এর প্রভাবটা দেখতে পাই, দেখে মনে হয় একই দলকে বুঝি তারা সুবিধা দিচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড