• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এই সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো : মাইক হাসি

  ক্রীড়া ডেস্ক

০৫ জুলাই ২০২০, ১৮:৪৮
মাইক হাসি
অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান মাইক হাসি (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে মহামারি হয়ে গর্জে ওঠা প্রাণঘাতী করোনা ভাইরাস রীতিমতো তাণ্ডব চালাচ্ছে পুরো বিশ্বে। এই মরণব্যাধির বিষাক্ত ছোবল রোধে গত কয়েক মাস থেকেই মাঠে গড়ায়নি ক্রিকেট। কবে এই সংক্রমণ শেষ হবে, তা কোনো সমাধান এখনও বের করতে পারেনি কেউই। তবে এরমধ্যেই চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে ক্রিকেট। ক্রিকেট মাঠে ফিরলেও, আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে দুঃস্বপ্ন বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান মাইক হাসি।

ভারতের একটি ওয়েবসাইট হটস্পটের সাথে অনলাইন সাক্ষকারে হাসি বলেন, ‘অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমি সত্যিই চিন্তিত। এই পরিস্থিতিতে কিভাবে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব, আমার বোধগম্য নয়। এই পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে চিন্তা করাও দুঃস্বপ্ন।’

করোনা পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব জানিয়ে হাসি বলেন, ‘বর্তমান সময়ে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব। কারণ দ্বিপাক্ষিক সিরিজে একটি দলকে আমন্ত্রণ করা যায় এবং সিরিজও খেলা যায়। সিরিজ খেলতে এসে একটি দলকে ১৪ দিনের আইসোলেশনে রেখে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে সিরিজ আয়োজন করা যায়। কিন্তু বিশ্বকাপের মতো আসরে ১০-১২টি দলকে এনে, এতগুলো খেলোয়াড়কে কিভাবে ১৪ দিনের আইসোলেশনে রাখা যাবে? এর সঠিক উত্তর আমার জানা নেই।’

আরও পড়ুন : ক্রিকেটের এই অর্জনে আনন্দিত সাকিব

তিনি বলেন, ‘বিশ্বকাপে ম্যাচ অনেকগুলো। এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে খেলতে যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়।’

এত সমস্যার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করাই সবচেয়ে ভালো উল্লেখ করে হাসি বলেন, ‘আমি মনে করি, সবদিক দিয়ে সমস্যা ঘিরে আছে। তাই বিশ্বকাপের মতো এত বড় আসর এবার স্থগিতই করা উচিত। এই বিশ্বকাপ নিয়ে সকলেরই স্বপ্ন থাকে। তাই এবারের বিশ্বকাপটি ২০২১ বা ২০২২ সালে আয়োজন করা যেতে পারে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড