• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বসেরা অল-রাউন্ডার এখন শতাব্দী সেরা

  ক্রীড়া ডেস্ক

০৪ জুলাই ২০২০, ২১:২৪
সাকিব আল হাসান
সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

নিষেধাজ্ঞার আগেও ছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার। তবে আইসিসির নিষেধাজ্ঞার কারণে তিনি এখন কোথাও নেই। তারপরেও সাকিব আল হাসান আছেন স্বমহিমায়। তার কীর্তির কারণেই চারদিকে এখনও চলছে সাকিব বন্দনা। সম্প্রতি তিনি নির্বাচিত হয়েছেন ওয়ানডে ফরম্যাটে ২১ শতকের দ্বিতীয় সেরা ক্রিকেটার। একই সাথে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের এই তালিকায় সাদা পোশাকে সাকিবের অবস্থান ষষ্ঠ স্থানে। বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়ের’ মুকুটে যুক্ত হলো আরেকটি পালক।

ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন মাসিকে সাকিব ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার’ বা এমভিপি মনোনীত হয়েছেন। মাঠের খেলায় ক্রিকেটারদের প্রভাবের বিচারে এই মনোনয়ন দেওয়া হয়। ইংল্যান্ডের সাবেক অল রাউন্ডার এন্ড্রু ফ্লিন্টফ ওয়ানডে ক্রিকেটের এমভিপি নির্বাচিত হয়েছেন। টেস্টে এই খেতাবে ভূষিত হয়েছেন মুত্তিয়া মুরলিধারন। বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটের তালিকায় ঠাঁই পাননি।

জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা জিএম কাদের সাকিবকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই অল-রাউন্ডার ফের দেশের ভাবমুর্তি বাড়িয়ে দিয়েছেন। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ‘মাসিক উইজডেনে ২১ শতকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে সাকিব বিশ্ব দরবারে আরও একবার বাংলাদেশের ভাবমুর্তিকে উজ্জ্বল করেছেন। তিনি আবারও আমাদের গর্বিত করেছেন। তার এই অর্জন দেশের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।’

আরও পড়ুন : নমুনা পরীক্ষায় আবারও মাশরাফি ‘করোনা পজিটিভ’

অপরদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাকিবের এই অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে আমরা যখন লড়াই করছি তখন সাকিবের এই অর্জনটি আমাদের কাছে সুখবর হয়ে এসেছে। সাকিবের এই অর্জনটি বিশ্ব ক্রিকেটে আরও একবার বাংলাদেশের ভাবমূর্তি উজ্বল করেছে। অসাধারণ এই অর্জনের জন্য আমি সাকিব আল হাসানকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি অতীতের মতো তিনি ফের মাঠে এসে আলোড়ন সৃষ্টি করবেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড