• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপ ফাইনাল ফিক্সিংয়ের অভিযোগ : সাঙ্গাকারাকে তলব

  ক্রীড়া ডেস্ক

০১ জুলাই ২০২০, ১৭:২৬
বিশ্বকাপ
বিশ্বকাপ ফাইনাল ফিক্সিংয়ের অভিযোগ : সাঙ্গাকারাকে তলব (ছবি : সংগৃহীত)

২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগের অভিযোগ ওই ম্যাচটি ভারতের কাছে বিক্রি করা হয়েছিল। এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতেই সম্প্রতি বিষয়টিতে জোর তদন্ত শুরু করেছে দেশটির সরকার।

মাহিন্দানন্দা আলুথগামাগে সে সময় শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলেন। তার অভিযোগ তো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তাই কোমর বেঁধে নেমেছে লঙ্কান সরকার। তদন্তের শুরুতেই লঙ্কান দলের তখনকার প্রধান নির্বাচক অরভিন্দ ডি সিলভাকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলঙ্কান পুলিশ।

শ্রীলঙ্কার নবগঠিত ক্রীড়া সম্পর্কিত এন্টি করাপশন ইউনিটের সুপারিটেন্ডেন্ট জগৎ ফনসেকা এবার জানান, স্পেশাল ইনভেস্টিগেশন ডিভিশন এবার তলব করেছে সেই বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়কত্বের দায়িত্ব পালন করা কুমার সাঙ্গাকারাকেও। আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় সময় সকাল নয়টায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে।

এ দিকে, অরভিন্দ ডি সিলভাকে জিজ্ঞাসাবাদে ওই বিশ্বকাপ ফাইনালে লঙ্কানদের হয়ে ওপেন করা উপুল থারাঙ্গার নাম উঠে এসেছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

ফনসেকা আরও জানিয়েছেন, এই তদন্তের কাজে তারা ইন্টিলিজেন্স রিপোর্ট নেওয়া শুরু করেছেন। এর পাশাপাশি কিছু আন্তর্জাতিক সূত্র ধরে আগাবেন তারা। যেহেতু ম্যাচটির (বিশ্বকাপ ফাইনাল) গুরুত্ব ও পরিধি অনেক বেশি ছিল, তাই এ বিষয়ে কোন খামেখেয়ালির জায়গা নেই।

আরও পড়ুন : করোনার বিষাক্ত ছোবলমুক্ত হলেন নাজমুল অপু

অন্যদিকে ছয় ঘণ্টার বেশি সময় বিশেষ তদন্ত ইউনিটের ভেতর থাকলেও, বের হওয়ার পরে কোন কথা বলতে রাজি হননি অরভিন্দ ডি সিলভা। তিনজন গোয়েন্দা প্রতিনিধি তাকে প্রায় ছয় ঘণ্টা ধরে নানান জিজ্ঞাসাবাদ করেছেন। সেখান থেকেই থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচে ২০ বলে ২ রান করে আউট হয়েছিলেন থারাঙ্গা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড