• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অসুস্থতা কাটিয়ে উঠেছেন সাইফউদ্দিন

  ক্রীড়া ডেস্ক

৩০ জুন ২০২০, ১৯:১৯
মোহাম্মদ সাইফউদ্দিন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন (ছবি : সংগৃহীত)

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গত ১০ থেকে ১২ দিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (৩০ জুন) সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে সাইফউদ্দিন অসুস্থ ছিলেন। এখন সুস্থ হয়ে উঠেছেন। তবে করোনার পরীক্ষা করেননি তিনি।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘১০-১২ দিন ধরে সাইফউদ্দিনের জ্বর-সর্দি ছিল। তবে এখন পুরোপুরি সুস্থ আছেন। এমনিতেই সেরে উঠেছেন। করোনা পরীক্ষা না করালেও বর্তমানে কোনো ধরনের জটিলটা নেই, ঠিক আছেন তিনি।’

আরও পড়ুন : বিশ্বকাপ ফাইনাল ফিক্সিংয়ের অভিযোগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে তদন্ত শুরু

উল্লেখ্য, ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজখবর রাখতে বিসিবি গত ২৪ জুন থেকে এজ টেন নামক একটি অ্যাপ চালু করে। ক্রিকেটারদের জন্য তৈরিকৃত এই অ্যাপে করোনা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তরের ভিত্তিতে ক্রিকেটারদের রেড জোন কিংবা ইয়োলো জোনে ভাগ করা হয়। সে সময় সাইফউদ্দিন রেড জোনে পড়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড