• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ স্থগিত

  ক্রীড়া ডেস্ক

২৯ জুন ২০২০, ১৭:৫৮
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে মহামারি হয়ে গর্জে ওঠা প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ফুটবলের অনেক আসরই স্থগিত হয়েছে। একই কারণে এবার স্থগিত করা হলো দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ২০২০ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। চলতি বছর সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়া কথা ছিল আসরটির।

সোমবার (২৯ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল বিষয়টি জানিয়েছেন।

তবে স্থগিত হওয়া আসরটি ২০২১ সালে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। কিন্তু সূচি এখনো ঠিক করা হয়নি। সাত দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : চলে গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার লুৎফর রহমান

এ প্রসঙ্গ আনারুল হক হেলাল বলেন, ‘সবগুলো দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করেছি। সবারই আলোচনার মাধ্যমে সেপ্টেম্বরে যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী বছরের কবে টুর্নামেন্টটা হবে সেটা আমরা কয়েকদিনের মধ্যে আলোচনা করে জানিয়ে দেব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড