• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার মাঝে আইপিএল হলে কোথায় হবে?

  ক্রীড়া ডেস্ক

২৮ জুন ২০২০, ১৫:৫৬
আইপিএল
আইপিএল ট্রফি (ছবি : সংগৃহীত)

এখনও আইপিএল এর আয়োজন নিয়ে অনেক বেশি আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি বাতিল হয় তবে ভারতে আইপিএল অনুষ্ঠিত হবে, এতে আর কোনো সন্দেহ নেই। তবে, সবকিছু আটকে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইসিসির ওপর। কারণ, আইসিসি এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি।

তবে, ভারতে জল্পনা শুরু হয়েছে, আইপিএল অনুষ্ঠিত হলে সেটা কোথায় হবে? পুরো ভারতজুড়ে নাকি নির্দিষ্ট একটি এলাকা বা কয়েকটি এলাকায় অনুষ্ঠিত হবে? এটি নিয়ে অনেকটা দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এলাকাগুলো এড়াতে চাইলে, কিংবা ঝামেলা এড়াতে- পরিকল্পনা কি হবে, তা এখনও নির্দিষ্ট করেনি বিসিসিআই।

বর্তমানে যেমন পরিস্থিতি বিরাজমান, তাতে স্বল্প কয়েকটি ভেন্যুতেই আইপিএলের খেলাগুলো হওয়ার সম্ভাবনা। বিসিসিআইর একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়া জানাচ্ছে, নির্দিষ্টসংখ্যক স্বল্প কিছু ভেন্যুতেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আইপিএলের ম্যাচগুলো।

তবে এটা নিয়েও চিন্তা আছে। কারণ, এক ভেন্যুতে অনেকগুলো ম্যাচ জলে উইকেটগুলোর অবস্থা নিয়ে চিন্তা বাড়বে। কারণ, উইকেটের অবস্থা খুব ভালো থাকার কথা নয়। সাধারণত এক ভেন্যুতে প্লে অফের আগ পর্যন্ত সর্বোচ্চ সাতটা ম্যাচ অনুষ্ঠিত হয়।

এবার হয়তো তার বেশি ম্যাচ আয়োজন হবে। সে ক্ষেত্রে উইকেট, আউটফিল্ড, গ্রাউন্ড সবকিছুর ওপরই প্রভাব পড়বে। যার প্রভাব পড়তে পারে ব্যাটিং, বোলিং দু’বিভাগেই। লিগ যত সামনে এগোবে, উইকেট তত স্লো হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভেন্যু এবং সেখানকার উইকেট ভালো থাকাটা খুব জরুরি। বিসিসিআই কর্মকর্তাদের চিন্তায়ও রয়েছে সে বিষয়গুলো।

আরও পড়ুন : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে এবার ফুটবল বিশ্বকাপ‍

বিসিসিআই চিন্তা করছে, এমন একটা অঞ্চলে আইপিএল আয়োজন করতে হবে, যেখানে অনেক স্টেডিয়াম রয়েছে। সে ক্ষেত্রে পশ্চিম ভারতই সবচেয়ে সুবিধার জায়গা। কারণ মুম্বই, পুনে, নাগপুর, গুজরাটের মতো অনেকগুলো স্টেডিয়াম একসঙ্গে পাওয়া যাবে। বিমানের পরিবর্তে বাসে বা অন্য কোনো গাড়িতে দলগুলো ট্রাভেল করতে পারবে। বিমানে গেলে বারবার কোয়ারেন্টিনে থাকার ঝামেলা হবে।

যদিও ভারতের মহারাষ্ট্রে করোনার প্রকোপ বেশি। সেক্ষেত্রে বেঙ্গালুরু, মোহালির পাল্লাও ভারি। কলকাতার ইডেন গার্ডেনে খেলা হবে কি না, তা নিয়ে জ্বল্পনা বাড়ছে। সেটা এখনও জানাচ্ছে না বিসিসিআই। তবে, তাদের চিন্তা, ক্লোজড ডোর স্টেডিয়ামে আইপিএল হলে, যে ভেন্যুতেই খেলা হোক, তাতে দর্শকদের আর কী লাভ হবে? সুতরাং, ভারতের নির্দিষ্ট একটি অঞ্চলে আইপিএল আয়োজন করাই হবে যুক্তিযুক্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড