• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়ানডেতে সুপার ওভারের প্রয়োজন নেই : রস টেইলর 

  ক্রীড়া ডেস্ক

২৬ জুন ২০২০, ১৯:০৮
করোনা
ছবি : সংগৃহীত

গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের দুঃসহ স্মৃতি এখনও ভুলতে পারেননি নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং সমর্থকেরা। ফাইনালের নিষ্পত্তি হয়েছিল সুপার ওভারে। ১০০ ওভারের শেষে কোনো দল জিততে পারেনি। সুপার ওভারেও সমান-সমান ছিল রান। শেষ পর্যন্ত বেশি বাউন্ডারি মারার কারণে বিশ্বকাপ জিতে যায় ইংল্যান্ড। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। এক বছর কেটে গেলেও এই ফলাফল মানতে পারছেন না রস টেইলর।

নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটসম্যান এক ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাতকারে সুপার ওভার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, 'ওয়ানডে ম্যাচ এতটাই লম্বা সময় ধরে চলে যে ম্যাচ টাই হলে আমার অন্তত কোনো অসুবিধা নেই। টি-টোয়েন্টিতে অবশ্য খেলা চালিয়ে যাওয়া উচিত। অনেকটা ফুটবল বা অন্য খেলার মতো ম্যাচের নিষ্পত্তির চেষ্টা করা উচিত। কিন্তু ওয়ানডে ম্যাচে সুপার ওভারের প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি না। দুই দলকেই জয়ী ঘোষণা করা উচিত।'

নিউজিল্যান্ড অবশ্য একেবারেই 'সুপার ওভার বিশেষজ্ঞ' নয়। নানা ফরম্যাট মিলিয়ে ৮টির মধ্যে ৭টি ম্যাচে সুপার ওভারে হেরেছে তারা। টেইলর বলেছেন, “৫০ বা ২০ ওভারের ম্যাচে একটা ওভার পার্থক্য গড়ে দিলে মেনে নেওয়া কঠিন। কিন্তু আমরা যদি আবারও ওই অবস্থায় পড়ি, তবে নিজেদের ক্ষমতায় আস্থা রাখতে হবে। সর্বপ্রথম অবশ্য নির্দিষ্ট ওভারের মধ্যেই জেতার চেষ্টা করা জরুরি। আমরা মাঠে যথেষ্ট কঠোর হতে পারিনি। তাহলো ম্যাচ সুপার ওভারে যেত না।'

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড