• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার বিষাক্ত ছোবলে আক্রান্ত অ্যাথলেটিকসের সাধারণ সম্পাদক

  ক্রীড়া ডেস্ক

২৫ জুন ২০২০, ১৬:৫৬
অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু আক্রান্তের পর এবার এই মরণব্যাধিতে আক্রান্ত হয়েছেন সংস্থার সদস্য ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু।

বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন, শারীরিক অবস্থা ভালো। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপ-মহাসচিব আশিকুর রহমান মিকুর হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি দেওয়ার সময়ই আবদুর রকিব মন্টু বলছিলেন, ‘আমার শরীরটাও ভালো না। কোভিড-১৯ টেস্ট করাতে দিয়েছি, বৃহস্পতিবার রেজাল্ট পাব।’ কথা অনুযায়ী রেজাল্ট তিনি পেয়েছেন এবং সেটা পজিটিভ।

দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সরকার যখন সবকিছু বন্ধ ঘোষণা করে, তারপর থেকে অসহায় অ্যাথলেটদের সহায়তার জন্য তহবিল গঠন করেছিলেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন : ১০ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছে পিসিবির কারণেই!

তহবিল থেকে এবং ব্যক্তিগতভাবেও কর্মহীন হয়ে পড়া অনেক অ্যাথলেটকে আর্থিক সাহায্য করেছেন তিনি। এখন নিজেই করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। অ্যাথলেটিক অঙ্গনের মানুষজন আবদুর রকিব মন্টুর দ্রুত সুস্থতা কামনা করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড