• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় ইরাকের কিংবদন্তি ফুটবলারের মৃত্যু

  ক্রীড়া ডেস্ক

২১ জুন ২০২০, ১৭:৫২
করোনায় ইরাকের কিংবদন্তি ফুটবলারের মৃত্যু
সদ্য প্রয়াত ইরাকের কিংবদন্তি ফুটবলার আহমেদ রাধি (ছবি : মালয় টাইমস)

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইরাকের কিংবদন্তি ফুটবলার আহমেদ রাধি। রবিবার (২১ জুন) ভোরে জর্ডানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়।

পরে ইরাকি স্বাস্থ্য মন্ত্রণালয় ৫৬ বছর বয়সী রাধির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর এই কিংবদন্তি স্ট্রাইকারকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (১৮ জুন) হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে আবারও অসুস্থ বোধ করলে তাকে শনিবার (২০ জুন) পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তাতেও কোনো লাভ হয়নি। রবিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইরাকের সাবেক এই স্ট্রাইকার।

আহমেদ রাধির আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ১৯৮২ সালে। ১৯৯৭ সাল পর্যন্ত খেলে ১২১ ম্যাচে ৬২ গোল করেছেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ইরাকের একমাত্র গোলটি করেছিলেন রাধি।

আরও পড়ুন : তামিমের চোখে পরবর্তী পঞ্চপাণ্ডব যারা

বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য তার দল হেরেছিল ২-১ ব্যবধানে। তিনি ১৯৮৮ সালে বর্ষসেরা এশিয়ান ফুটবলার নির্বাহিত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড