• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এত বিধিনিষেধ মেনে খেলা কঠিন : জকোভিচ 

  ক্রীড়া ডেস্ক

০৬ জুন ২০২০, ২০:০৭
করোনা
ছবি : সংগৃহীত

বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ মনে করেন ইউএস ওপেনের খেলার জন্য যে ধরনের কঠোর স্বাস্থ্যবিধির নির্দেশনা দেয়া হয়েছে তা মেনে স্বাভাবিক ভাবে একজন খেলোয়াড়ের অংশ নেয়া একেবারেই অসম্ভব। করোনা মহামারীর কারণে এ বছর নিউ ইয়র্কে বছরের এই চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্ল্যাম আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। জকোভিচ স্বীকার করেছেন আয়োজকদের দেওয়া নির্দেশনাগুলো সকলের ওপরই বাড়তি চাপ ফেলবে।

সার্বিয়ান ৩৩ বছর বয়সী এই তারকা বলেছেন, 'গতকালই আমি বিশ্ব টেনিসের শীর্ষ কর্মকর্তাদের সাথে টেলিফোনে আলাপ করেছি। সেখানে মৌসুম চালিয়ে নেওয়ার ব্যপারে কথা হয়েছে। বেশিরভাগই মত দিয়েছেন আগস্টের শেষে ইউএস ওপেন আয়োজনের ব্যপারে তারা আশাবাদী। কিন্তু এখনো তারা এই আয়োজন নিয়ে পুরোপুরি নিশ্চিত নন। যে ধরনের বিধিনিষেধের কথা তারা আমাকে জানিয়েছেন তার প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে এর মধ্যে খেলাটা সত্যিই কঠিন।'

২০১১, ২০১৫ ও ২০১৮ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছিল জকোভিচ। তিনি আরো বলেছেন, 'আমাদের হয়ত ম্যানহাটনে যাওয়ার কোনো অনুমতি থাকবে না, বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়ে ঘুমিয়ে থাকতে হবে, প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করোনা পরীক্ষা করাতে হবে। এমনকি ম্যাচে আমরা শুধুমাত্র একজনকে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারব যা সত্যিই অসম্ভব। একটি ম্যাচে আমাদের কোচ, ফিটনেস ট্রেনার এমনকি সাইকোথেরাপিস্টের প্রয়োজন হয়। তাদের সকলের পরামর্শ একটি ম্যাচে খুবই জরুরি। কিন্তু এসব কিছু থেকে বেরিয়ে আসাটা সত্যিই কঠিন। বুঝতে পারছি না আসলেই কি হতে যাচ্ছে।'

করোনার কারণে মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের টেনিস ট্যুর। জুলাইয়ের শেষ নাগাদ টেনিস কোর্টে ফিরতে পারে বলে ইঙ্গিত রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো বাতিল হয়ে গেছে উইম্বলডন। ফ্রেঞ্চ ওপেন মে-জুন থেকে সরিয়ে সেপ্টেম্বর-অক্টোবরে নেওয়া হয়েছে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড